বাংলাদেশে বিপুল জয় আওয়ামি লিগের, টানা তৃতীয়বার ক্ষমতায় শেখ হাসিনা

Last Updated:
#ঢাকা: বাংলাদেশ প্রায় বিরোধীশূন্য। বড় জয় পেল ক্ষমতাসীন আওয়ামি লিগ। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পথে শেখ হাসিনা। একাদশতম জাতীয় নির্বাচনে বিরোধী জোট কোনও আঁচড়ই কাটতে পারল না। তবে নির্বাচন ঘিরে হিংসায় ভারতের প্রতিবেশী রাষ্ট্রে কমপক্ষে ১৩জনের মৃত্যু হয়েছে।
ঢাকার সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে আত্মবিশ্বাসী ছিলেন শেখ হাসিনা। ভোটের ফল বেরোনো শুরু হতেই তাঁর কথাই সত্যি হয়ে উঠল। বিরোধীদের একরকম গুঁড়িয়ে দিয়েই এগোতে থাকে বাংলাদেশের নৌকা। প্রধান বিরোধী দল বিএনপির কোনও অস্তিত্ব প্রায় টের পাওয়াই গেল না। নিজের কেন্দ্র গোপালগঞ্জ -৩ -এ দু’লক্ষেরও বেশি ভোট পেয়ে বিরোধীহীন জয় পেলেন শেখ হাসিনা। অসুস্থ থাকায় প্রচারে যেতে না পারলেও এক লক্ষেরও বেশি ভোটে জয় পেলেন মহাজোটের প্রার্থী এইচএম এরশাদ। ফলাফল কোন দিকে এগোচ্ছে তা বুঝতে পেরে বিরোধীরা সুর চড়াতে থাকেন। তাঁদের দাবি, সেনাকে ব্যবহার করে ভোট করেছে ক্ষমতাসীন আওয়ামি লিগ। এই ফলকে প্রত্যাখ্যান করে নতুন করে ভোটের ডাক দেন ঐক্য ফ্রন্টের আহ্বায়ক কামাল হোসেন।
advertisement
রবিবার সকাল ৮টা থেকে মোট ২৯৯ টি আসনে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টেয়। ৩০০ আসনের বাংলাদেশ সংসদে ভোট ঘিরে শনিবার রাত থেকেই হিংসা ছড়াতে থাকে। রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নরসিংদি, বগুড়া, গাজীপুর, সিলেটে উত্তেজনা ছড়ায়। নিহত হন বেশ কয়েকজন।
advertisement
এবছরের ফেব্রুয়ারিতে দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দোষী সাব্যস্ত হন। তাঁর জেল হওয়ায় কিছুটা কোণঠাসা হয়ে পড়ে বিএনপি। দেশ জুড়ে বিভিন্ন ইস্যুতে একের পর এক বিক্ষোভের আঁচও যে তাঁর আসন টলাতে পরেনি, তা এই ভোটেই বুঝিয়ে দিলেন শেখ হাসিনাও। তাঁর এই জয়ের ফলে পরপর তিনবার ক্ষমতায় আসতে চলেছেন মুজিবকন্যা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাংলাদেশে বিপুল জয় আওয়ামি লিগের, টানা তৃতীয়বার ক্ষমতায় শেখ হাসিনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement