Bangladesh Election 2024: পরিস্থিতি জটিল! আজ থেকে বন্ধ যানবাহন চলাচল, আর কী নির্দেশ নির্বাচন কমিশনের? জানুন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bangladesh Election 2024: শনিবার রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি-ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না।
ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনায় ফুটছে বাংলাদেশ। নানা জায়গায় ঘটছে বিক্ষিপ্ত অশান্তি। শুক্রবার রাতে ট্রেন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। ফলে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর বাংলাদেশ প্রশাসন। নির্বাচন কমিশনও একাধিক পদক্ষেপ করেছে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত করার জন্যও। শনিবার রাত থেকে নির্বাচনের দিন অর্থাৎ ৭ জানুয়ারি রাত পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ছাড়াও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
শনিবার রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি-ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না। সেইসঙ্গে শুক্রবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পর্যেবক্ষক দল এবং জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত, তাঁদের যানবাহনএ কোনও নিষেধাজ্ঞা নেই।
advertisement
আরও পড়ুনঃ রোজের জীবনে ছোট্ট ছোট্ট এই ৫ ভুল! কিডনিকে করে দেবে একেবারে শেষ! জানুন আজই
আগামিকাল রবিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। শুক্রবার রাত ১২টা থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল করতে পারবে না। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত পিকআপ ভ্যান, ক্যাব-সহ বিভিন্ন যানবাহন চলাচলের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। তবে কিছুক্ষেত্রে নির্বাচনের দিন নিষেধাজ্ঞা শিথিক করা হতে পারে প্রয়োজনে। সেই ক্ষমতা দেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে।
advertisement
advertisement
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের গাড়ি-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কোনও গাড়ি এই নিষেধাজ্ঞার তালিকায় পড়ছে না। বিমানবন্দরগামী যানবাহনেও নিষেধাজ্ঞা থাকবে না বলেই জানিয়েছে কমিশন, সেক্ষেত্রে বিমানের টিকিট সঙ্গে থাকা বাধ্যতামূলক। দূরপাল্লার যাত্রীবাহী গণপরিবহনেও কোনও নিষেধাজ্ঞা থাকছে না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2024 9:43 AM IST