সকাল আটটা থেকে বাংলাদেশে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷ এবারও কি বর্তমান ক্ষমতাসীন আওয়ামি লিগ জিতবে না কি, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জিতবে—এমন নানা আলোচনার উত্তর পাওয়া যাবে আজই। দশ বছর পর বাংলাদেশে এই প্রথম একটি নির্বাচন হচ্ছে যাতে অংশ নিচ্ছে দেশের সব প্রধান রাজনৈতিক দল।
একাদশতম নির্বাচনে ভোটর প্রার্থীদের শেষ পর্যন্ত ভোট চালিয়ে যাওয়ার আহ্বান দিয়েছেন শেখ হাসিনা ৷ কারণ তিনি বলেছেন এখনও পর্যন্ত ভোট বয়কটের ডাক না দিলেও ভোটের মধ্যেই এমন কোন ডাক দিতে পারে বিরোধী দল ৷ তবে ভোট সুষ্ঠুভাবে হবে এবং এবারও তাঁর দল জিতবে বলেই মত শেখ হাসিনার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Bangladesh Election, Bangladesh elections 2018