মোরা বিধ্বস্ত বাংলাদেশ, ত্রাণ বিলি করল ভারত
Last Updated:
ঘূর্ণিঝড়ের মোরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বেশ কিছু এলাকা ৷ শেষপর্যন্ত খবর পাওয়া অনুযায়ী, বাংলাদেশে ঘূর্ণিঝড়ে মৃত্যু
#ঢাকা: ঘূর্ণিঝড়ের মোরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বেশ কিছু এলাকা ৷ শেষপর্যন্ত খবর পাওয়া অনুযায়ী, বাংলাদেশে ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে মোট ৯ জনের ৷ এছাড়াও বাংলাদেশের বহু জায়গায় বাড়ি হারিয়েছেন বহু মানুষ ৷ ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের জন্য ভারত থেকে ত্রাণ নিয়ে আসা ইন্ডিয়ান নেভি শিপ (আইএনএস) সুমিত্রা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলোতে প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করে।
ঘূর্ণিঝড় মোরা'র সময় বঙ্গোপসাগর থেকে উদ্ধার ৩৩ জেলেকে বাংলাদেশে হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ বন্দরের কর্মকর্তারা।
সাগর থেকে উদ্ধার করা ৩৩ জেলেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ভারতীয় নৌবাহিনী। এছাড়াও একজনের মৃতদেহও হস্তান্তর করা হয়েছে। তাদের সবাইকে মহেশখালী অঞ্চল থেকে উদ্ধার করা হয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2017 4:47 PM IST