নেপাল বিমান দুর্ঘটনায় উদ্ধার ককপিট ভয়েস রেকর্ডার, এটিসি-র সঙ্গে শেষ কী কথা হয়েছিল পাইলটের ?

Last Updated:

বাংলাদেশ থেকে ঠিক সময়ই উড়েছিল ইউএস বাংলার ফ্লাইট বিএস ২১১ ৷

#ঢাকা: বাংলাদেশ থেকে ঠিক সময়ই উড়েছিল ইউএস বাংলার ফ্লাইট বিএস ২১১ ৷ কিন্তু কাঠমাণ্ডুর রানওয়েতে নামতে গিয়ে ঘটল বিপত্তি ৷ বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সামনে এসেছে কন্ট্রোলরুমের সঙ্গে ইউএস বাংলার ফ্লাইট বিএস ২১১-এর পাইলট ও কন্ট্রোল রুমের কথোপকথন ৷ যেখান থেকে জানা গিয়েছে, কন্ট্রোল রুম ও পাইলটের মধ্যে কথোপকথেন কিছু ‘বিভ্রান্তি’ পাওয়া যায় ৷
কাঠমাণ্ডু বিমান দুর্ঘটনার অজানা তথ্য
দুর্ঘটনার আগে পাইলট-এটিসি কথোপকথন
advertisement
কথোপকথনের রেকর্ড বিমান নিয়ন্ত্রক সংস্থার হাতে
দক্ষিণ প্রান্ত দিয়ে নামতে চান পাইলট
রানওয়েতে নামার আগে দুবার চক্কর কাটে বিমানটি
ভুল রানওয়েতেই নেমেছিল বিমান
এটিসি-পাইলট যোগাযোগেও সমস্যা ছিল
তার জেরেই দুর্ঘটনা বলে অনুমান তদন্তকারীদের
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ডিজি সঞ্জীব গৌতম নেপালের সংবাদমাধ্যমকে বলেছেন, বিমানটি ত্রিভুবনে নামার কথা ছিল রানওয়ের দক্ষিণ দিক দিয়ে। কিন্ত সেটি নামার চেষ্টা করে উত্তর দিক দিয়ে। এই অস্বাভাবিক অবতরণের কারণ এখনও তারা জানেন না।
advertisement
অন্যদিকে ইউএস-বাংলার সিইও ইমরান আশিফ ঢাকায় এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, নিয়ন্ত্রণ কক্ষের ‘বিভ্রান্তিকর বার্তার’ কারণে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় পড়েছে বলে তারা সন্দেহ করছেন ৷
Deadly plane crashes
নেপাল টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, কাঠমান্ডু বিমান বন্দরের কন্ট্রোলরুম থেকে প্রথমে ০২ রানওয়ে এবং পরে ২০ বলায় বিভ্রান্তি তৈরি হয় ককপিটে ৷
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
নেপাল বিমান দুর্ঘটনায় উদ্ধার ককপিট ভয়েস রেকর্ডার, এটিসি-র সঙ্গে শেষ কী কথা হয়েছিল পাইলটের ?
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement