Bangladesh: ফের দিল্লিতে আটক একদল বাংলাদেশি, পুলিশের জালে মোট কতজন?
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Bangladesh: অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে দিল্লি পুলিশের অভিযান অব্যাহত।
নয়াদিল্লি: অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের ধরতে দিল্লি পুলিশের অভিযান অব্যাহত। দিল্লির একাধিক জায়গা থেকে আটক করা হল মোট ১২ জন বাংলাদেশিকে। দিল্লি পুলিশ সূত্রে খবর, এর মধ্যে ৫ জন বাংলাদেশিকে উত্তমনগর মেট্রো স্টেশনের কাছ থেকে আটক করেছে পুলিশ।
ধৃতদের থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশী সিম কার্ড। দিল্লির আরকে পুরমে FRRO অফিসে পেশ করা হচ্ছে এই পাঁচ বাংলাদেশীকে। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে। অন্যদিকে, বসনিয়া দূতাবাসে ভিসার আবেদন করতে এসে গত বছর থেকে দিল্লিতে থেকে গিয়েছেন তিন বাংলাদেশী যুবক। ভিসার মেয়াদ শেষের পরও অবৈধভাবে বসবাসের কারণে উত্তর-পূর্ব দিল্লি থেকে তিন যুবককে গ্রেফতার করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ।
advertisement
advertisement
অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশী বা অনুপ্রবেশকারীদের যারা বাড়ি ভাড়া দিয়েছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিচ্ছে দিল্লির পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরের ভিত্তিতে দিল্লির গ্রীন পার্কের শ্মশান ঘাট এলাকা থেকে এক বাংলাদেশী দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ২০১২ সাল থেকে অবৈধভাবে দিল্লির ওল্ড সিলমপুর, গান্ধীনগর-সহ দিল্লি এনসিআরের একাধিক জায়গায় বসবাস করেছেন এই বাংলাদেশি দম্পতি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 04, 2025 1:47 PM IST










