চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আঁকা বৈশাখী শিল্পকর্মে ‘পোড়া মবিল’, প্রতিবাদে পড়ুয়ারা

Last Updated:

রাত পোহালেই বাংলার নবর্বষ ৷ আর বাংলার নতুন বছরকে আগমণের জন্য সেজে উঠছে গোটা বাংলাদেশ ৷

#ঢাকা: রাত পোহালেই বাংলার নবর্বষ ৷ আর বাংলার নতুন বছরকে আগমণের জন্য সেজে উঠছে গোটা বাংলাদেশ ৷ কিন্তু এরই মাঝে এক অপ্রীতিকর ঘটনা, নাড়া দিল গোটা বাংলাদেশকে ৷ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র পোড়া মবিল ছিটিয়ে নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে ৷
স্থানীয় থানার ওসি-র কথা অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত চট্টেশ্বরী রোডে চারুকলা ইনস্টিটিউটের মূল গেটের বিপরীত পাশের দেয়ালে আঁকার কাজ করেছিলেন শিক্ষার্থীরা। এরপর আধা ঘণ্টা পর দুটো মোটর সাইকেলে চার যুবক এসে দেয়ালচিত্রটি নষ্ট করে দিয়ে যায় ৷ পুলিশকে এরকমটিই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দউই ছাত্র ৷
17888321_10210536790430812_370635385_n
advertisement
advertisement
এই ঘটনার পর থেকে ইনস্টিটিউটের ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে পুলিশের টহলও। চারুকলা ইনস্টিটিউটের পাশে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়। গুরুত্বপূর্ণ এ সড়কে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নগরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শায়লা শারমিন গতকাল বিকেলে তাঁর কার্যালয়ে কালের কণ্ঠকে বলেন, ‘তিন সপ্তাহ ধরে বৈশাখে মঙ্গল শোভাযাত্রাসহ দিনব্যাপী অনুষ্ঠান উদ্‌যাপনের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে আসছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে কাজ করি। ওই সময় আমাদের শিক্ষার্থীদের কয়েকজন কাজ করছিল। কিছুক্ষণ পরই আমি জানতে পারি, ইনস্টিটিউটের সামনের দেয়ালের বৈশাখী আলপনায় পোড়া মবিল দিয়ে লেপ্টে দিয়েছে। খুব খারাপ লাগছে। এ রকম কোনো ঘটনা আগে ঘটেনি। ’
advertisement
Facebook: Ruhin Kaifar Facebook: Ruhin Kaifar
তবে এখানেই থেমে যাননি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ দুর্বৃত্তদের চ্যালেঞ্জ ছুঁড়ে ফের তাঁরা এঁকেছেন বৈশাখী দেওয়াল চিত্র ৷ ফেসবুকেও সরব হয়েছেন গোটা ঘটনার প্রতিবাদ করে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেয়ালে আঁকা বৈশাখী শিল্পকর্মে ‘পোড়া মবিল’, প্রতিবাদে পড়ুয়ারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement