অপহরণের চেষ্টায় বিমানের ককপিটে বন্দুকবাজের হানা, কড়া নিরাপত্তায় জরুরি অবতরণ
Last Updated:
#ঢাকা: দুবাইগামী বিমান অপহরণের চেষ্টা আর তার জেরেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ফ্লাইট BG 147 ফ্লাইটটি ঢাকা থেকে দুবাই যাচ্ছিল ও তখনই ককপিটে ঢুকে পড়ে ১ বন্দুকবাজ।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটি । বন্দুকবাজরা ঢুকে পড়তেই চিটাগংয়ের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ।
Bangladesh Police have surrounded Dhaka-Dubai flight "Biman BG 147". Attempt to hijack this flight was made at Shah Amanat International Airport in Chattogram. All passengers have disembarked. More details awaited https://t.co/8vJ7pO1t65
— ANI (@ANI) February 24, 2019
advertisement
advertisement
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, যাত্রীরা নিরাপদে রয়েছেন । গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী । বিমানে ছিলেন ১৪২ যাত্রী ও ৫ বিমানকর্মী । যাত্রীদের সকলকেই উদ্ধার করা হয়েছে । আটকে রয়েছেন ৫ বিমানকর্মী। ১ বিমানকর্মী গুলিবিদ্ধ বলে দাবি সূত্রের। বন্দুকবাজকে বিমান থেকে বের করে এনেছে র্যাব।আইসোলেশন বে-তে রয়েছে বিমানটি|
advertisement
Location :
First Published :
February 24, 2019 7:20 PM IST