#ঢাকা: চট্টগ্রামে কুলখানিতে মহানগর আওয়ামি লিগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিনের কুলখানি অনুষ্ঠানে যোগ দিতে এসে পদপিষ্ট হয় মৃত্যু হয় ১০ জন ব্যক্তির ৷ কমপক্ষে ৫০ জনেরও বেশি মানুষ আহত হন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ মর্মান্তিক এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ৷
চট্টগ্রামের প্রাক্তন মেয়র এবং চট্টলার বীর বলেপরিচিত আওয়ামি লিগ নেতা মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু হয় ১৪ ডিসেম্বর ৷ তাঁর স্মৃতিচারণে সোমবার ১৪টি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর আসকারদীঘি এলাকায় রিমা কমিউনিটি সেন্টারে দুর্ঘটনাটি ঘটে ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, অতিরিক্ত ভিড়ের কারণে ধাক্কাধাক্কিতে বহু মানুষ পড়ে যান এবং ঢোকার হুড়োহুড়িতে পেছনের মানুষ তাদের মাড়িয়ে চলে যান ৷ এর ফলেই পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয় ও পঞ্চাশেরও বেশি মানুষ আহত হন ৷
আসকারদীঘির রিমা কমিউনিটি সেন্টারে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যই ব্যবস্থা করা হয়েছিল ৷ কিন্তু তা সত্ত্বেও নির্ধারিত ধর্মাবলম্বী মানুষরা ছাড়াও ওই সেন্টারে অন্যরাও ভিড় জমিয়ে ছিলেন ৷ তাতেই জায়গার অতিরিক্ত মানুষ চলে আসায় ঢোকার জন্য হুড়োহুড়ি পড়ে যায় তাতেই ঘটে দুর্ঘটনা ৷
দুর্ঘটনা সম্পর্কে চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, কমিউনিটি সেন্টারটির গেট দিয়ে ঢোকার পথ অপ্রশস্ত ও ঢালু হওয়ায় পিছনের ভিড়ের চাপে টাল সামলাতে না পড়ে সামনের বহু মানুষ পড়ে যায় ৷ এতেই দুর্ঘটনা ৷ সিএমপি কমিশনারের যুক্তি, পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক থাকা সত্ত্বেও অতিরিক্ত ভিড়ের চাপের কারণেই পরিস্থিতি সামাল দেওয়া যায়নি ৷
জেলাপ্রশাসন ঘটনায় গাফিলতি ও আসল কারণ সন্ধানে তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷
ইতিমধ্যেই আওয়ামি লিগ নিহতদের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ একইসঙ্গে আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার ও দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে আওয়ামি লিগ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Bangladesh, Chittagong, Stampede