#লন্ডন: সাগরপার ব্রিটেনেও বাঙালির জয়ধ্বজা ৷ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নাতনি অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকি। বাঙালি এবং বাংলাদেশি বংশোদ্ভুত টিউলিপ এখন ব্রিটিশ এম পি। শুধু টিউলিপ নন, টিউলিপের সঙ্গে সঙ্গে নির্বাচনে জিতে এদিন ব্রিটেন পার্লামেন্টের সদস্য হলেন আরও দুই বাঙালি মহিলা। রোশনারা আলি ও রূপা হক ৷ এরা তিনজনেই ছিলেন লেবার পার্টির প্রার্থী ৷
বৃহস্পতিবার ব্রিটেন পার্লামেন্ট নির্বাচনে তিন বাঙালি কন্যার জয়জয়কার ৷ রূপা ও রোশনারা তৃতীয়বারের জন্য এমপি হিসেবে নির্বাচিত হলেও ৩৫ বছর বয়সী টিউলিপ দ্বিতীয়বার এই জয়ের স্বাদ পেলেন ৷
লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী ছিলেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিকি ৷ ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তিনি ৷ এবারে তাঁর প্রাপ্ত ভোট ২৩,৯৭৭ ৷ ২০১৫ সালে জীবনের প্রথম নির্বাচনে কনজারভেটিভ পার্টির শক্তিশালী প্রার্থীকে ১,১৩৮ ভোটে হারিয়েছিলেন মুজিবরের নাতনি।
অন্যদিকে উত্তর লন্ডনের বেথনাল অ্যান্ড গ্রিন বো আসন এবং লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসন থেকে বিজয়ী হয়েছেন রোশনারা ও রূপা ৷ লন্ডনের অন্যতম কঠিন আসন থেকে লেবার পার্টির প্রার্থী রূপা পেয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষের সমর্থন ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থীর পক্ষে ভোট পড়েছিল ১৯,২০৩ ৷
ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন ছিল এবার বাঙালিময় ৷ মোট ১৪ জন বাঙালি বাংলাদেশি বংশোদ্ভুত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে ৷ এর মধ্যে তিন বাঙালি কন্যা সহ আটজনই ছিল লেবার পার্টির প্রার্থী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh PM Sheikh Hashina, British MP, British Parliament, Sheikh Hasina, Tulip rezzyana siddique