৫০ বছর বয়সে ৬০ তম সন্তানের বাবা, আরও সন্তানের লক্ষ্যে চতুর্থ স্ত্রীর খোঁজ
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Father of 50 children: সম্প্রতি বাবা হয়েছেন ৫০ বছর বয়সে। তাঁর তৃতীয় স্ত্রী প্রসব করেছেন ওই ব্যক্তির ষাটতম সন্তান
কোয়েট্টা : যৌথ পরিবার এখন বিরল। সকলেই আগ্রহী অণু পরিবারে। তবে প্রচলিত রীতির বাইরে ব্যতিক্রমও আছে। সংখ্যায় নগণ্য সেই ব্যতিক্রমী ঘটনাগুলিই প্রমাণ করে চিরাচরিত নিয়মকে।
সেরকমই এক ঘটনা জানা গিয়েছে বালোচিস্তানে। সেখানে বড় পরিবারের কর্তা সম্প্রতি বাবা হয়েছেন ৫০ বছর বয়সে। তাঁর তৃতীয় স্ত্রী প্রসব করেছেন ওই ব্যক্তির ষাটতম সন্তান।
বালোচিস্তানের রাজধানী কোয়েট্টায় তিন স্ত্রী এবং সন্তানদের নিয়ে থাকেন সর্দার জান মহম্মদ খান খিলজী। বুধবার জন্ম হয়েছে তাঁর ৬০ তম সন্তানের। এখানেই থামতে চান না জান মহম্মদ। জানিয়েছেন ভবিষ্যতে আরও সন্তানের বাবা হতে চান তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন : 'চেয়ার', 'টেবিল'-এর বাংলা কী? জানেন না বেশির ভাগ বাঙালিই
এবং পুত্রসন্তানের তুলনায় বেশি চান কন্যাসন্তান। প্রসঙ্গত আরও সন্তানের জন্য চতুর্থ স্ত্রীর সন্ধানও শুরু করেছেন তিনি। থামতে চান না তাঁর বর্তমান তিন স্ত্রীও। তাঁরাও আরও সন্তানের মা হতে চান বলে জানিয়েছেন। প্রসঙ্গত জান মহম্মদের ষাটতম সন্তান পুত্র। নবজাতকের নাম তিনি রেখেছেন খুশল।
advertisement
Sardar Jan, a resident of Quetta, became the father of the “sixtieth” child. Sardarjan Mohammad Khan, a resident of Quetta, the Capital of Balochistan, said his sixtieth child was given birth yesterday. Jan uttered the newborn child is a baby son and he named him Khushal. pic.twitter.com/OHxbYm35kW
— ShamshadNews (@Shamshadnetwork) January 3, 2023
advertisement
জান মহম্মদ পেশায় একজন ডাক্তার। তাঁর নিজের বাড়িতে ডাক্তারখানাও আছে। তবে তাঁর পেশার জন্য নন। তিনি স্থানীয় এলাকায় বেশি জনপ্রিয় তাঁর সন্তানদের জন্য। সংসার চালানোর জন্য তিনি কঠোর পরিশ্রম করেন। সপরিবার বেড়াতে যাওয়ার ইচ্ছেও আছে তাঁর। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে সন্তানদের সংখ্যাই। জান মহম্মদের কথায়, "যদি সরকারের তরফে আমাকে একটা বাসের বন্দোবস্ত করে দেয়, তাহলে আমি আমার সব সন্তানকে নিয়ে বেড়াতে যেতে পারি।" নয়তো এত জন সন্তানের জন্য তাঁকে একাধিক যানবাহনের ব্যবস্থা করতে হয় তাঁকে। যার জন্য অর্থসংস্থান করা তাঁর কাছে বেশ কঠিন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2023 5:43 PM IST