Pakistan Army Attacked: ৫১ জায়গায় ৭১ বার হামলা! একা ভারত নয়, গত কয়েকদিনে পাক সেনাকে নাস্তানাবুদ করল আর কারা?

Last Updated:

পাকিস্তানি সেনা এবং আএসআই-কে জঙ্গিদের প্রজনন ক্ষেত্র বলেও তীব্র কটাক্ষ করেছে বিএলএ৷

বালোচিস্তানে বার বার হামলার মুখে পাক সেনা৷ ছবি-এএফপি
বালোচিস্তানে বার বার হামলার মুখে পাক সেনা৷ ছবি-এএফপি
কোয়েটা: একদিকে ঘুরে ঢুরে সফল হামলা চালিয়ে আসছে ভারতীয় সশস্ত্র বাহিনী৷ ধ্বংস হচ্ছে একের পর বিমানঘাঁটি৷ সীমান্তেও ভারতের পাল্টা জবাবে বড়সড় ক্ষয়ক্ষতির মুখে পাকিস্তানি সেনা৷
এই পরিস্থিতিতে ঘরের ভিতরেই আরও বড় বিপদে পাকিস্তান৷ বালোচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এবার বিবৃতি দিয়ে দাবি করল, গত কয়েকদিনে পাকিস্তানি সেনার উপরে ৫১টি জায়গায় ৭১বার হামলা চালিয়েছে তারা৷ ভারত-পাক উত্তেজনা যখন চড়ছিল, সেই সময়ই বালোচিস্তানের মধ্যেই বিভিন্ন জায়গায় এই হামলাগুলি চলেছে বলে বিএলএ-এর বিবৃতিতে দাবি করা হয়েছে৷
advertisement
advertisement
বিএলএ দাবি করেছে, পাকিস্তানের সেনা কনভয়, গোয়েন্দা দফতর এবং খনিজ পদার্থ বহনকারী ট্রাকগুলির উপরে এই হামলা চালানো হয়েছে৷ ওই বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বিএলএ দাবি করেছে, ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতির জন্য তাদের বাহিনী কতটা প্রস্তুত, তা পরখ করে নিতেই এই হামলাগুলি চালানো হয়েছে৷
অদূর ভবিষ্যতে পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করাই যে তাদের লক্ষ্য, পৃথক একটি বিবৃতিতে তা স্পষ্ট করে দিয়েছে বিএলএ৷ অন্য কোনওদেশের হয়ে তারা পাকিস্তানের সঙ্গে ছায়াযুদ্ধ করছে না বলেও দাবি করেছে বিএলএ৷
advertisement
বিবৃতিতে বলা হয়েছে, ‘বালোচ ন্যাশনাল রেজিসস্ট্যান্স-কে কোনও ছদ্ম রাষ্ট্র বা শক্তি হিসেবে যে ধারণা প্রচারের চেষ্টা চলছে আমরা তার তীব্র বিরোধিতা করছি৷ বিএলএ কোনও নীরব দর্শক নয়৷ এই অঞ্চলের বর্তমান এবং ভবিষ্যতের রাজনৈতিক, সামরিক এবং কৌশগত গঠনে আমাদের যথাযথ ভূমিকা ছিল এবং থাকবে৷ অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার মধ্যে তাদের সংগঠন নির্ণায়ক ভূমিকা নেবে বলেও এই বিবৃতিতে দাবি করেছে বিএলএ৷’
advertisement
পাকিস্তানি সেনা এবং আএসআই-কে জঙ্গিদের প্রজনন ক্ষেত্র বলেও তীব্র কটাক্ষ করেছে বিএলএ৷ পাকিস্তান সরকারকে নিশানা করে বলা হয়েছে, ‘এটা এমন দেশ যাদের হাতে রক্তমাখা রয়েছে এবং এদের প্রতিটি প্রতিশ্রুতির গায়ে সেই রক্তের দাগ লেগেছে৷’
ভারত সহ গোটা বিশ্বের কাছেই সামরিক, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থনের চেয়ে আবেদন করেছে বিএলএ৷ তারা দাবি করেছে, একমাত্র তাহলেই শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী এবং স্বাধীন বালোচিস্তান প্রতিষ্ঠা করা সম্ভব৷ পরমাণু শক্তিধর পাকিস্তানের যা মনোভাব, তাতে পাকিস্তানকে সহ্য করলে অন্য অনেক দেশের অস্তিত্বরক্ষাই বিপদে পড়ে যাবে বলেও সাবধান করেছে বিএলএ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Army Attacked: ৫১ জায়গায় ৭১ বার হামলা! একা ভারত নয়, গত কয়েকদিনে পাক সেনাকে নাস্তানাবুদ করল আর কারা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement