Shocking! কেকটির মধ্যে নড়ছে ভ্রুণ! কাটলেই ফ্লুইড-সহ বেরিয়ে পড়বে

Last Updated:

ঠিক কী ঘটেছে? যাবতীয় বিতর্কের কেন্দ্রে একটি কেক৷ ইন্টারনেটে ভাইরাল হওয়া সেই কেকটিতে দেখা যাচ্ছে, মাতৃজঠরে নড়াচড়া করছে একটি ভ্রুণ৷

#লন্ডন: কী বলবেন একে? সৃষ্টিশীল? সোশ্যাল মিডিয়া দ্বিধাবিভক্ত৷ এই রকম কেক কাটা সম্ভব? গর্ভের মধ্যে নড়ছে ভ্রুণ৷ কেকটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ অনেকেই তীব্র নিন্দা করছেন, এই ধরনের কেকের৷ অনেকে আবার বলছেন, সৃষ্টিশীলতা৷
ঠিক কী ঘটেছে? যাবতীয় বিতর্কের কেন্দ্রে একটি কেক৷ ইন্টারনেটে ভাইরাল হওয়া সেই কেকটিতে দেখা যাচ্ছে, মাতৃজঠরে নড়াচড়া করছে একটি ভ্রুণ৷ যে বেকারি ওই কেক তৈরি করেছে, তাদের সমালোচনায় সরব ইন্টারনেট৷ কেউ বলছেন, কেকটি মনস্ট্রাস৷ খুবই ঘৃণ্য ও ভয়ের৷ বেবি সাওয়ারের অনুষ্ঠানে লন্ডনের এক মহিলা কেকটি কাটেন৷
কেউ কেউ আবার বেকারির সৃষ্টিশীলতাকে তারিফ করছেন৷ লন্ডনের এক মহিলা কেকটি শেয়ার করেন ফেসবুকে৷ কেকটিতে দেখা যাচ্ছে, মাতৃজঠরের মধ্যে একটি ভ্রুণ, ডায়াপার পরানো, নড়াচড়া করছে৷ মাতৃজঠরের মধ্যে ফ্লুইড৷ কেকটির উপরের দিকে দুটি স্তন৷ কাপড়ে আবৃত৷ সোশ্যাল মিডিয়ায় অনেকের কথায়, 'এত ভয়াবহ কেক আগে দেখিনি৷' কেউ লিখছেন, 'আমার কাছে দুঃস্বপ্নের মতো কেকটি৷ ঘুমের মধ্যেও তাড়া করে বেড়াচ্ছে৷'
advertisement
advertisement
আরও ভিডিও: সারদা মায়েপ ১৬৭তম জন্মতিথি, দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
Shocking! কেকটির মধ্যে নড়ছে ভ্রুণ! কাটলেই ফ্লুইড-সহ বেরিয়ে পড়বে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement