মায়ের প্রিয় খাবারের নামেই হল মেয়ের নামকরণ! ফুটফুটে একরত্তি 'বেবি পকোড়া'র পরিচয় নিয়ে মজেছে নেটদুনিয়া!

Last Updated:

পকোড়া যতই পছন্দের জলখাবার হোক না-কেন, তা-বলে একটা জলজ্যান্ত শিশুর নাম!

#লন্ডন: সন্ধ্যে হলেই মনটা মুখরোচক জলখাবারের জন্য আনচান করে ওঠে। আর পাতে যদি থাকে মুচমুচে সুস্বাদু চিকেন অথবা ফিশ পকোড়া (Pakora), তা-হলে তো কথাই নেই! আবার বর্ষা কিংবা শীতের সন্ধ্যাও যে কোনও ধরনের পকোড়ার সঙ্গে একেবারেই জমে যায়। এমনকী বিয়ে অথবা অনুষ্ঠান বাড়ির স্টার্টারেও ভেজ থেকে শুরু করে নন-ভেজ মুচমুচে পকোড়ার উজ্জ্বল উপস্থিতি!
কিন্তু তা-সে পকোড়া যতই পছন্দের জলখাবার হোক না-কেন, তা-বলে একটা জলজ্যান্ত শিশুর নাম! তবে এই নবজাতকের মা-বাবা ভারতীয় নন, বরং ব্রিটিশ! আর এটা দেখেই তাজ্জব বনে গিয়েছেন নেটাগরিকরা!
কিন্তু কীভাবে এটা সম্ভব হল? সম্প্রতি আয়ারল্যান্ডের বিখ্যাত ক্যাপ্টেনস টেবিল রেস্তোরাঁ (The Captains Table restaurant)-র তরফে সম্প্রতি একটি পোস্ট করা হয়। ওই রেস্তোরাঁয় প্রায়শই খেতে যান এক ব্রিটিশ দম্পতি। সেখানে রেস্তোরাঁর তরফে লেখা হয়েছে, “এটাই প্রথম। এই পৃথিবীতে তোমায় স্বাগত, পকোড়া! আমরা তোমার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!”
advertisement
advertisement
এই পোস্টের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষ একটি নোট এবং বেবি পকোড়ার (Baby Pakora) ছবিও শেয়ার করেছে। সেখান থেকে জানা গিয়েছে যে, গত ২৪ অগাস্ট জন্ম হয়েছে শিশুটির। আর ওই রেস্তোরাঁ থেকে খাবার আনানোর নোটে শিশুটির বাবা লিখেছেন, :কনট্যাক্ট-ফ্রি ডেলিভারি। ক্যাপ্টেনস টেবিল রেস্তোরাঁর পকোড়া আমার স্ত্রীর অত্যন্ত পছন্দের ডিশ। আর নিজের পছন্দের খাবারের নামেই আমাদের সদ্যোজাত কন্যাকে ডাকেন আমার স্ত্রী! ...ভাবলাম জেনে আপনাদের খুবই ভাল লাগবে!”
advertisement
স্বাভাবিক ভাবেই রেস্তোরাঁর এই পোস্ট নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি। সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মিম, জোকস-এর বন্যা। তবে অনেক ক্ষেত্রেই মিম বা জোকসের কারণে কিন্তু বহু মানুষ স্কুলে ঠাট্টা-তামাশার পাত্র হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এ-ক্ষেত্রে তেমনটা ঘটেনি। এই পোস্ট ভাইরাল হতেই রেস্তোরাঁর মালকিন হিলারি ব্রানিফ (Hilary Braniff) বলেন যে, গোটা ঘটনাটা তিনি এই ইন্ডাস্ট্রিকে উৎসাহ দিতেই প্রকাশ্যে এনেছেন। আসলে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই সঙ্গে বিদ্যুৎ-সহ নানা বিলও বাড়ছে। এই পরিস্থিতিতে এই ঘটনা রেস্তোরাঁ ইন্ডাস্ট্রিকে বেশ খানিকটা অক্সিজেন দেবে বলেই আশা তাঁর।
advertisement
এর পাশাপাশি অবশ্য ওই শিশুটির প্রকৃত পরিচয়ও সামনে এনেছেন হিলারি। জানা যায়, ওই শিশুটি আসলে তাঁর প্রথম নাতনি। অর্থাৎ হিলারি হলেন তাঁর ঠাকুমা। আর সদ্যোজাত সেই ফুটফুটে নাতনির নাম রাখা হয়েছে গ্রেস (Grace)।
এটা দেখে এক নেটিজেন আবার লিখেছেন, “শিশুটির ঠাকুমা হলেন নান।” আর এক জন নেটাগরিক লিখেছেন, “এক বিরিয়ানি ভক্তের তরফ থেকে শ্রদ্ধা-সম্মান।” এই ধরনের মজাদার কমেন্টে ভেসে গিয়েছে ওই পোস্টটি!
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মায়ের প্রিয় খাবারের নামেই হল মেয়ের নামকরণ! ফুটফুটে একরত্তি 'বেবি পকোড়া'র পরিচয় নিয়ে মজেছে নেটদুনিয়া!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement