Salman Rushdie: মঞ্চে ভাষণ দেওয়ার সময়ে আচমকা ছুরি-হামলা সলমন রুশদির উপর! মাটিতে লুটিয়ে বুকারজয়ী!
- Published by:Teesta Barman
Last Updated:
মঞ্চে উঠেছিলেন ভাষণ দেওয়ার জন্য। আচমকা ছুরি নিয়ে তেড়ে এল এক দুষ্কৃতী! ছুরিবিদ্ধ বুকারজয়ী লেখক সলমন রুশদি তখনই মাটিয়ে লুটিয়ে পড়েন।
#নিউইয়র্ক: মঞ্চে উঠেছিলেন ভাষণ দেওয়ার জন্য। আচমকা ছুরি নিয়ে তেড়ে এল এক দুষ্কৃতী! ছুরিবিদ্ধ বুকারজয়ী লেখক সলমন রুশদি তখনই মাটিয়ে লুটিয়ে পড়েন। গোটা ঘটনাটি ঘটে আমেরিকার নিউইয়র্কে।
যদিও বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। সংবাদমাধ্যমের সূত্রে খবর, শুক্রবার একটি প্রতিষ্ঠানে ভাষণ দিতে গিয়েছিলেন বুকারজয়ী লেখক। যেই মুহূর্তে তাঁকে মঞ্চে ডেকে এনে শ্রোতাদের সঙ্গে পরিচয় করানো হচ্ছিল, তখনই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছুটে আসে ঝড়ের মতো। ছুরি বসিয়ে দেয় ৭৫ বছরের লেখকের শরীরে। সঙ্গে সঙ্গে হামলাকারীকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ।
advertisement
A male suspect ran up onto stage at a speaking event & attacked Salman Rushdie & an interviewer at 11 am (local time), today in Chautauqua Institution in Chautauqua. Rushdie suffered an apparent stab wound to his neck & was transported by helicopter to a hospital: NY State Police https://t.co/AnpC6r45pF pic.twitter.com/ZXCizphI38
— ANI (@ANI) August 12, 2022
advertisement
advertisement
আরও পড়ুন: বেবি পাউডারে 'ক্যান্সার' বিষ! বিশ্বজুড়ে পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত ‘জনসন অ্যান্ড জনসন’ সংস্থার
প্রসঙ্গত এর আগেও ভারতীয় বংশোদ্ভূত সলমন রুশদি হত্যার হুমকি পেয়েছিলেন। তাঁর লেখা 'দ্য স্যাটানিক ভার্সেস' (১৯৮০)-এর কারণে।
advertisement
১৯৮৮ থেকে এই বই ইরানে নিষিদ্ধ। অভিযোগ ছিল, ইসলামকে অপমান করা হয়েছে সেই বইতে। 'ধর্মদ্রোহ'-এর অভিযোগে তাঁর নামে সে দেশে মৃত্যু পরোয়ানাও জারি হয়েছিল। তাঁর মাথার বিনিময়ে ৩০ লক্ষ ডলার ঘোষণা করা হয়। জাপানি ভাষায় এই বই অনুবাদ করেছিলেন হিতোসি ইগারাসি। তাঁকে ছুরি মেরেই হত্যা করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 12, 2022 9:45 PM IST