হোম /খবর /বিদেশ /
সিডনির অনুষ্ঠানে মোদিকে 'দ্য বস' বলে সম্বোধন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

Modi is The Boss : সিডনিতে প্রবাসীদের অনুষ্ঠানে মোদিকে 'দ্য বস' বলে সম্বোধন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রখ্যাত রক তারকা ব্রুস স্প্রিংস্টিনের জনপ্রিয়তার সঙ্গে তুলনা করেন। ব্রুস স্প্রিংস্টিনও ভক্তদের মধ্যে 'দ্য বস' নামে পরিচিত।

  • Share this:

 সিডনি, (অস্ট্রেলিয়া) :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘দ্য বস’ বলে সম্বোধন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। মঙ্গলবার সিডনিতে অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে তিনি মোদির প্রসঙ্গে এমন মন্তব্য করায় আপ্লুত অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী ভারতীয়রা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা প্রখ্যাত রক তারকা ব্রুস স্প্রিংস্টিনের জনপ্রিয়তার সঙ্গে তুলনা করেন। ব্রুস স্প্রিংস্টিনও ভক্তদের মধ্যে ‘দ্য বস’ নামে পরিচিত।

জাপান আর পাপুয়া নিউ গিনি সফর সেরে সোমবার রাতে অস্ট্রেলিয়া পৌঁছান প্রধানমন্ত্রী। সিডনি বিমানবন্দরে নামার পরেই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় তাঁকে। দেশে বিনিয়োগ আনার লক্ষ্যে কয়েকজন অস্ট্রেলিয় শিল্পপতির সঙ্গে আলোচনার পর মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেন মোদি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন: Modi in Rajasthan : নবম বর্ষপূর্তিতে কেন্দ্রের সাফল্য প্রচারে ৩১ মে রাজস্থানের আজমেড়ে সভা মোদির

এদিন সিডনির কুডোস ব্যাঙ্কের ওই অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদিকে দেশীয় প্রথা ও ঐতিহ্য মেনে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানটি ভারতীয় নৃত্যশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয়। সেই অনুষ্ঠানে নিজের বক্তব্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ” আমি শেষবার এই মঞ্চে ব্রুস স্প্রিংস্টিনকে দেখেছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী মোদি যে বিপুল অভ্যর্থনা পেয়েছেন, তা পাননি ব্রুস স্প্রিংস্টিন। তাই প্রধানমন্ত্রী মোদি হলেন ‘দ্য বস’।” কুড়ি হাজারেরও বেশি প্রবাসী ভারতীয় উপস্থিত ছিলেন ‘ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ডায়াস্পোরা ফাউন্ডেশন’ আয়োজিত এদিনের অনুষ্ঠানে ।

প্রধানমন্ত্রী মোদির সামনে বক্তব্যে আলবেনিজ এদিন মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের প্রসঙ্গও উল্লেখ করেন। নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে জানান, ” একসময় ভাবা হত ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে পারস্পরিক বন্ধনের যোগসূত্র হচ্ছে ক্রিকেট, কমনওয়েলথ আর কারি। কিন্তু পরে বোঝা গিয়েছে, এই মেল বন্ধনের কারণ আরও গভীরে। সেটি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা আর অটুট আস্থা।” ভবিষ্যতেও যা বজায় থাকবে বলে উপস্থিত প্রবাসীদের বিপুল হর্ষধ্বনির মধ্যে ঘোষণা করেন নরেন্দ্র মোদি।

Published by:Swaksharsen Gupta
First published:

Tags: India-Australia, PM Modi, Sydney