রুশ মহিলাদের ভরসা এখন মেসির দেশ! আর্জেন্টিনায় জন্মাচ্ছে হাজার হাজার রাশিয়ান বাচ্চা
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Argentina becomes number one destination for would be Russian parents as they do not need visa. রুশ মহিলাদের ভরসা এখন মেসির দেশ! আর্জেন্টিনায় জন্মাচ্ছে হাজার হাজার রাশিয়ান বাচ্চা
#বুয়েনস আয়রেস: প্রায় বছর ঘুরতে চলল, এখনও থামার নাম নেই রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের। সারা পৃথিবীতে ক্রমশ এক ঘরে হয়ে পড়েছে রাশিয়ানরা। পরিস্থিতি এমন এখন এমন একটা দেশের নাগরিকত্ব খুঁজতে ব্যস্ত তারা যাতে ভবিষ্যতে অসুবিধে না হয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর আগে রুশদের জন্য পৃথিবীর ৮০টি দেশ ভিসা-মুক্ত ছিল। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী অর্ধেক বিশ্ব।
রুশদের জন্য বিদেশ সফর কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় আর্জেন্টিনার পাসপোর্ট জাদুকাঠির কাজ করছে। যুদ্ধ শুরু হওয়া ইস্তক বহু দেশ নিষেধাজ্ঞা জারি করেছে রুশদের উপরে। পশ্চিমের কোনও দেশে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় পথ দেখাচ্ছে আর্জেন্টিনা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আর্জেন্টিনায় ‘রাশিয়ান বার্থ টুরিজ়ম’ শুরু হয়েছে।
advertisement
Another example of #Russia's decline. It simply lacks quality of life.
“Everyone is looking for options out with the current situation in Russia. By granting my child an Argentinian passport, I am giving him freedom.”https://t.co/Qpd9Y5YlEE — Florian Hamader (@f_hamader) January 3, 2023
advertisement
advertisement
আর্জেন্টিনা এত পছন্দের দেশ কারণ এখানে যেতে রুশদের ভিসা লাগে না। একটানা ৯০ দিন থাকা যায়। থাকার জন্য অনুমতিপত্র পাওয়াও বেশ সহজ। সন্তানের জন্ম দিতে অন্য কোনও দেশে যাওয়া ও সদ্যোজাতের জন্য সে দেশের দ্বিতীয় নাগরিকত্ব নেওয়ার প্রচলন রুশদের মধ্যে আছেই। বিষয়টি রুশ সমাজে বেশ চেনা ঘটনা। এই সব শিশু আর্জেন্টিনার নাগরিকত্ব পাবে।
advertisement
এদেশের নাগরিকত্ব নিতে হলে রুশ নাগরিকত্ব ছাড়তে হয় না। দ্বৈত নাগরিকত্ব বৈধ। আর্জেন্টিনিয়ান পাসপোর্টে ১৭১টি দেশে স্বল্পমেয়াদি সফরের জন্য ভিসা লাগে না। মনে করা হচ্ছে আগামী তিন মাসে আর্জেন্টিনার মাটিতে প্রায় দশ হাজার রুশ বাচ্চা জন্মগ্রহণ করবে। মারাদোনা এবং লিওনেল মেসির দেশে এবার ফুটবলের বিশ্বকাপ জয়ের পর নতুন হিড়িক লেগেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2023 1:21 PM IST