ডু অর ডাই ম্যাচে দুরন্ত মেসি ! কলম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

Last Updated:

আর্জেন্টিনা: ৩ ( মেসি-১০', প্র্যাটো-২৩', দি মারিয়া- ৮৪'), কলম্বিয়া: ০

আর্জেন্টিনা: ৩ ( মেসি-১০', প্র্যাতো-২৩', দি মারিয়া- ৮৪')
কলম্বিয়া: ০
#সান খুয়ান:   গোল করলেন। করালেন। মাঠ জুড়ে আজ শুধুই মেসি আর মেসি। এলএম টেনের ঝলকানিতে বিশ্বকাপ কোয়ালিফায়ারে কলম্বিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা। ভেসে রইল বিশ্বকাপের মূলপর্বের দৌড়ে।
advertisement
চ্যাম্পিয়নরা বোধহয় এমনই হয়। ঝলসে ওঠার জন্য এমন প্ল্যাটফর্মই খোঁজেন চ্যাম্পিয়নরা। এস্তাদিও সান খুয়ানে এলএম টেন যেমন। ম্যাচটা হারলে ২০১৮-র রাশিয়া বিশ্বকাপে দূর আকাশের তারা হয়ে যেতে হতো লা আলবিসেলেস্তেকে।
advertisement
বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা। মাঠ জুড়ে ঝলমল করলেন লিওনেল মেসি। নিজেদের হাফে নেমে ডিফেন্স থেকে ওয়ান ইজ টু ওয়ান সিচুয়েশনে বারেবারে টপকে গেলেন স্যাঞ্চেজ, কুয়াদ্রাদো, আলভেজদের। ম্যাচের শুরুতেই সেট পিস থেকে দুরন্ত গোল মেসির। স্কোরলাইন আর্জেন্টিনা ১। কলম্বিয়া ০।
সান খুয়ানে কলম্বিয়ার হারিয়ে যাওয়ার শুরু ওখানেই। রিয়াল-বার্সার ছায়াযুদ্ধ বলা হচ্ছিল ম্যাচটাকে। রোনাল্ডো ছিলেন না। ছিলেন রিয়ালে রোনাল্ডোর সতীর্থ হামেস রদরিগেজ। কিন্তু মেসির ঝলমলানির সামনে ফ্যাকাশেই লাগছিল রিয়াল তারকাকে। সময় গড়াতেই আরও একটা গোল। এবার লুকাস প্রাতো।
advertisement
ব্রাজিল ম্যাচের প্রথম এগারোয় তিনটে বদল এনেছিলেন কোচ ব্রাউজা। পেরেজ, হিগুয়েন ও জাবালেতাকে বসিয়ে প্রথম একাদশে এনেছিলেন এভার বানেগা, লুকাস প্রাতো ও গ্যাব্রিয়েল মার্কাদোকে। প্রাতোর গোলে আপাতত ডাগ আউটেই জায়গা পাকা হিগুয়েনের। ম্যাচের শেষদিকে ব্যবধান বাড়ান দি মারিয়া। স্কোরলাইন আর্জেন্টিনা ৩। কলম্বিয়া ০।
১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচ নম্বরে উঠে এল মেসির আর্জেন্টিনা। ভেসে রইল রাশিয়া বিশ্বকাপের মূলপর্বের দৌড়েও। সৌজন্যে সেই এলএম টেন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ডু অর ডাই ম্যাচে দুরন্ত মেসি ! কলম্বিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement