বাড়ির সামনে হস্তমৈথুন ! রাগে যুবককে গুলি করলেন বৃদ্ধা
Last Updated:
#হাস্টন: কাকভোর! রোজকার মতোই প্রাতঃভ্রমণে বেরবেন হাস্টনের বাসিন্দা গ্র্যানি জন! সবে দরজা খুলেছেন...! তারপর চোখের সামনে যা দৃশ্য দেখলেন, তাতে আর নিজের মাথা স্থির রাখতে পারেননি। আর রাগের চটে ঘটিয়ে ফেললেন মারাত্মক এক কাণ্ড!
কিন্তু কী দেখেছিলেন গ্র্যানি জন? জানা গিয়েছে, দরজা খুলতেই গ্র্যানি দেখেন, দরজার সামনে দাঁড়িয়ে অবলীলায় হস্তমৈথুন করছেন এক যুবক! তাঁকে বহুবার সেখান থেকে চলে যেতে বলেন গ্র্যানি, কিন্তু তিনি সেকথায় কর্ণপাত করেননি! রাগে লাল হয়ে গ্র্যানি জন বলেছিলেন, এক্ষুনি সেখান থেকে না গেলে গুলি করবেন। তাও কথা শোনেননি যুবক! আর মাথা ঠিক রাখতে পারেননি বৃদ্ধা! আর তখনই ঘটিয়ে ফেললেন মারাত্মক সেই কাণ্ড!
advertisement
সোজা ঘরের ভিতর থেকে বন্দুক এনে যুবকের দিকে তাক করে গুলি চালালেন! যুবকের ছাতি এফোঁড়-ওফোঁড় হয়ে বেরিয়ে গেল গুলি। কোনও মতে সেখান থেকে পালানোর চেষ্টা করেন যুবক, কিন্তু পারেননি। রাস্তাতেই লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ এসে যুবকের মৃতদেহ উদ্ধার করে। প্রতিবেশীরা অভিযোগ করেছেন, মৃত ওই যুবক নাকি এর আগেও একাধিক ব্যক্তির বাড়ির সামনে দাঁড়িয়ে এই কাজ করেছেন।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2018 7:13 PM IST