Afghanistan: কাবুল বিমানবন্দরে হারিয়ে যাওয়া সেই শিশু, শেষ পর্যন্ত কী পরিণতি হল জানেন?

Last Updated:

Afghanistan: কাবুল বিমানবন্দর থেকে ওই শিশুটির নিখোঁজ হয়ে যাওয়ার খবর আলোড়ন ফেলেছিল বিশ্বজুড়ে।

এই সেই শিশু
এই সেই শিশু
#কাবুল: আফগানিস্তান তালিবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকেই সেখানকার রাজধানী কাবুলের বিমানবন্দরে ভিড় বাড়তে শুরু করেছিল। সেই পরিস্থিতিতে গত বছরের ১৯ অগস্ট কাবুল বিমানবন্দরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন হয় গিয়েছিল দুই মাসের এক শিশু। তার নাম সোহাইল আহমাদি। বিমানবন্দরে শিশুটি হারিয়ে যাওয়া সত্ত্বেও তার মা-বাবা আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। শেষমেশ শনিবার শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হল।
বিমানবন্দর থেকে ওই শিশুটির নিখোঁজ হয়ে যাওয়ার খবর আলোড়ন ফেলেছিল বিশ্বজুড়ে। জানা গিয়েছে, ওই শিশুটির বাবা মির্জা আলি আহমাদি কাবুলে মার্কিন দূতাবাসের প্রহরী হিসেবে কাজ করতেন। সেই কারণেই ওই সময় আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু গত ১৯ আগস্ট কাবুল বিমানবন্দরে তিল ধারনের জায়গা ছিল না। সকলেই চাইছিলেন দেশ ছাড়তে।
advertisement
মির্জা আলি আহমাদি জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী সুরাইয়া যখন বিমানবন্দরের দিকে এগোচ্ছিলেন, তখনই মায়ের মনে কু ডাকছিল। কোলের সন্তান যদি হারিয়ে যায়! একসময় বিমানবন্দরের দেওয়ালের কাছে পৌঁছতেই তাঁরা নিজের সন্তানকে একজন সেনার হাতে তুলে দেন। তাঁরা ভেবেছিলেন, বিমানবন্দরে প্রবেশের পর ওই সেনার কাছ থেকে সন্তানকে নিয়ে নেবেন।
advertisement
advertisement
কিন্তু পরিস্থিতি বদলে যায় মুহূর্তেই। তালিবানিরা বিমানবন্দরের বাইরের ভিড় কমাতে শুরু করে হামলা। ফলে সেই কারণে মির্জা আলি আহমাদি, ও তাঁর স্ত্রী সুরাইয়া আর তাঁদের শিশুকে খুঁজে পাননি। বিমানবন্দরের কর্মকর্তারা অবশ্য অসহায় বাবা-মা-কে জানিয়েছিলেন, তাঁদের সন্তানকে আলাদাভাবে আমেরিকা পাঠিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু সেটা আর হয়নি।
advertisement
আসলে ছোট্ট ওই শিশুটি বিমানবন্দরেই হারিয়ে গিয়েছিল। স্থানীয় ট্যাক্সিচালক হামিদ সাফির একরত্তি ওই শিশুটিকে খুঁজে পায় বিমানবন্দরে। নিজের সন্তানের মতোই আগলে রাখে সে শিশুটিকে। তালিবানরা এরপর হামিদকেও আটকও করে। তবে, সোহাইলকে ফিরিয়ে দেওয়া হয় তার দিদা-দাদুর কাছে। এবার বাবা-মায়ের কাছে তাকে ফিরিয়ে দিতে ব্যবস্থা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Afghanistan: কাবুল বিমানবন্দরে হারিয়ে যাওয়া সেই শিশু, শেষ পর্যন্ত কী পরিণতি হল জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement