Amritpal Singh Maan : অতিমারিকালে লক্ষ লক্ষ আনাহারীকে খাবার, ব্রিটেনের রানির কাছে সম্মানিত ভারতীয় বংশোদ্ভূত রেস্তঁরা-মালিক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
কাজের স্বীকৃতিস্বরূপ অমৃতপালকে ভূষিত করা হল ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ বা ‘ওবিই’-তে (Order of the British Empire or OBE)
লন্ডন : লন্ডনের ভারতীয় বংশোদ্ভূত রেস্তরাঁ-মালিক অমৃতপাল সিং মানকে (Amritpal Singh Maan ) সম্মানিত করলেন ব্রিটেনের রানি (British Queen)৷ মানবিকতার নজির তৈরি করে ভূষিত হলেন অমৃতপাল৷ করোনা ভাইরাসের অতিমারির শুরুর দিন থেকে তিনি ২ লক্ষেরও বেশি ফুডমিলের প্যাকেট দান করেছেন৷ তাঁর এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি ছিলেন রানির ‘নিউ ইয়ার অনার্স তালিকা’-য়৷ মানুষের জন্য তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ অমৃতপালকে ভূষিত করা হল ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ বা ‘ওবিই’-তে (Order of the British Empire or OBE) ৷ গত কয়েক বছর ধরে মানবিকতার বিরল নজিরের জন্য সকলেই আলাদা চোখে দেখেন অমৃতপাল মান-কে৷ লন্ডনের কনভেন্ট গার্ডেন এলাকায় পঞ্জাব রেস্তরাঁর তিনি এমডি৷ ভারতের স্বাধীনতারও ১ বছর আগে ১৯৪৬ সালে এই ব্যবসা শুরু করেছিলেন তাঁর প্রপিতামহ৷
তাঁর এই সম্মানপ্রাপ্তির খবরে তিনি ভেসে গিয়েছেন উচ্ছ্বাস ও ধন্যবাদজ্ঞানের স্রোতে৷ সকল শুভার্থীকে অমৃতপাল ধন্যবাদ জানিয়েছেন তাঁর ট্যুইটার হ্যান্ডলে৷ বলেছেন, ‘‘এটা তাঁদের জন্য যাঁরা সামনে এসে আমার মধ্যে সেবাপরায়ণতা জাগিয়ে তুলেছেন৷’’
আরও পড়ুন: বড়দিনে মোড়ক রাংতা-সহ 6 প্যাকেট চকোলেট খেয়ে রক্তবমি, জটিল অস্ত্রোপচারে নতুন জীবন পোষ্য সারমেয়র
অতিমারি আবহে ব্রিটেনবাসীর মুখে খাবার তুলে দিতে এখনও অবধি ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকা ব্যয় করেছেন অমৃতপাল৷ পাশাপাশি বিভিন্ন ইভেন্ট, প্রদর্শনী, বক্তৃতা-সহ বিভিন্ন আয়োজনের দয়িত্বপালন করেছেন তিনি৷
advertisement
advertisement
Literally honoured - Amrit Maan OBE! Thank you for all the messages of congratulations. This is for those that came before me and inspired the spirit of seva in me and the many I've worked alongside who strive to make a difference. pic.twitter.com/pb1KmKzn3K
— Amrit S Maan OBE (@amritmaanldn) January 1, 2022
advertisement
আরও পড়ুন: ধাক্কা দিয়ে ফেলে বালকের উপর দিয়েই রানির রক্ষীদের টহল! ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া
সংবাদসংস্থাকে অমৃতপাল জানিয়েছেন, তিনি যখন প্রথম ই-মেল পান এই বিরল সম্মানপ্রাপ্তির বিষয়ে, তিনি বিস্ময়ে বিশ্বাসই করতে চাননি! আরও জানিয়েছেন, রেস্তরাঁ তাঁর পারিবারিক ব্যবসা হলেও এই আচরণের মূল কথা হল মানবজাতির উদ্দেশে নিঃস্বার্থ সেবা৷ যে প্রজন্ম অতিমারি পরিস্থিতিতে আত্মত্যাগ করে ঝুঁকি নিয়েছেন, তাঁদের প্রতীক হয়ে তিনি এই পুরস্কার গ্রহণ করলেন বলে জানিয়েছেন অমৃতপাল৷
advertisement
শুধু রেস্তরাঁই নয়৷ গত কয়েক বছর ধরে অমৃতপাল উদ্যোগী হয়েছেন ব্রিটিশ পঞ্জাবি মিউজিশিয়ানদের জন্য৷ ইউনাইটেড কিংডম পঞ্জাব হেরিটেজ অ্যাসোসিয়েশনের তরফে অমনদীপ মাদরা-ও অভিনন্দিত করেছেন অমৃতপালকে৷ মাদরার কথায়, অন্যান্য ব্যবসায়ীদের কাছে অমৃতপাল হলেন আদর্শ৷ কয়েক দশক ধরে তাঁর নিঃস্বার্থ সেবা এই সম্মান তাঁকে এনে দিয়েছে বলে মত মাদরার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2022 4:43 PM IST