Amritpal Singh Maan : অতিমারিকালে লক্ষ লক্ষ আনাহারীকে খাবার, ব্রিটেনের রানির কাছে সম্মানিত ভারতীয় বংশোদ্ভূত রেস্তঁরা-মালিক

Last Updated:

কাজের স্বীকৃতিস্বরূপ অমৃতপালকে ভূষিত করা হল ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ বা ‘ওবিই’-তে (Order of the British Empire or OBE)

লন্ডন : লন্ডনের ভারতীয় বংশোদ্ভূত রেস্তরাঁ-মালিক অমৃতপাল সিং মানকে (Amritpal Singh Maan ) সম্মানিত করলেন ব্রিটেনের রানি (British Queen)৷ মানবিকতার নজির তৈরি করে ভূষিত হলেন অমৃতপাল৷ করোনা ভাইরাসের অতিমারির শুরুর দিন থেকে তিনি ২ লক্ষেরও বেশি ফুডমিলের প্যাকেট দান করেছেন৷ তাঁর এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি ছিলেন রানির ‘নিউ ইয়ার অনার্স তালিকা’-য়৷ মানুষের জন্য তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ অমৃতপালকে ভূষিত করা হল ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ বা ‘ওবিই’-তে (Order of the British Empire or OBE) ৷ গত কয়েক বছর ধরে মানবিকতার বিরল নজিরের জন্য সকলেই আলাদা চোখে দেখেন অমৃতপাল মান-কে৷ লন্ডনের কনভেন্ট গার্ডেন এলাকায় পঞ্জাব রেস্তরাঁর তিনি এমডি৷ ভারতের স্বাধীনতারও ১ বছর আগে ১৯৪৬ সালে এই ব্যবসা শুরু করেছিলেন তাঁর প্রপিতামহ৷
তাঁর এই সম্মানপ্রাপ্তির খবরে তিনি ভেসে গিয়েছেন উচ্ছ্বাস ও ধন্যবাদজ্ঞানের স্রোতে৷ সকল শুভার্থীকে অমৃতপাল ধন্যবাদ জানিয়েছেন তাঁর ট্যুইটার হ্যান্ডলে৷ বলেছেন, ‘‘এটা তাঁদের জন্য যাঁরা সামনে এসে আমার মধ্যে সেবাপরায়ণতা জাগিয়ে তুলেছেন৷’’
আরও পড়ুন: বড়দিনে মোড়ক রাংতা-সহ 6 প্যাকেট চকোলেট খেয়ে রক্তবমি, জটিল অস্ত্রোপচারে নতুন জীবন পোষ্য সারমেয়র
অতিমারি আবহে ব্রিটেনবাসীর মুখে খাবার তুলে দিতে এখনও অবধি ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকা ব্যয় করেছেন অমৃতপাল৷ পাশাপাশি বিভিন্ন ইভেন্ট, প্রদর্শনী, বক্তৃতা-সহ বিভিন্ন আয়োজনের দয়িত্বপালন করেছেন তিনি৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: ধাক্কা দিয়ে ফেলে বালকের উপর দিয়েই রানির রক্ষীদের টহল! ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া
সংবাদসংস্থাকে অমৃতপাল জানিয়েছেন, তিনি যখন প্রথম ই-মেল পান এই বিরল সম্মানপ্রাপ্তির বিষয়ে, তিনি বিস্ময়ে বিশ্বাসই করতে চাননি! আরও জানিয়েছেন, রেস্তরাঁ তাঁর পারিবারিক ব্যবসা হলেও এই আচরণের মূল কথা হল মানবজাতির উদ্দেশে নিঃস্বার্থ সেবা৷ যে প্রজন্ম অতিমারি পরিস্থিতিতে আত্মত্যাগ করে ঝুঁকি নিয়েছেন, তাঁদের প্রতীক হয়ে তিনি এই পুরস্কার গ্রহণ করলেন বলে জানিয়েছেন অমৃতপাল৷
advertisement
শুধু রেস্তরাঁই নয়৷ গত কয়েক বছর ধরে অমৃতপাল উদ্যোগী হয়েছেন ব্রিটিশ পঞ্জাবি মিউজিশিয়ানদের জন্য৷ ইউনাইটেড কিংডম পঞ্জাব হেরিটেজ অ্যাসোসিয়েশনের তরফে অমনদীপ মাদরা-ও অভিনন্দিত করেছেন অমৃতপালকে৷ মাদরার কথায়, অন্যান্য ব্যবসায়ীদের কাছে অমৃতপাল হলেন আদর্শ৷ কয়েক দশক ধরে তাঁর নিঃস্বার্থ সেবা এই সম্মান তাঁকে এনে দিয়েছে বলে মত মাদরার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Amritpal Singh Maan : অতিমারিকালে লক্ষ লক্ষ আনাহারীকে খাবার, ব্রিটেনের রানির কাছে সম্মানিত ভারতীয় বংশোদ্ভূত রেস্তঁরা-মালিক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement