জো বাইডেনের অভিষেকে ইতিহাস লেখা আমান্ডা গোরম্যান কে?

Last Updated:

বুধবার ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন৷ ক্যাপিটলে এই শপথগ্রহণ অনুষ্ঠানে আরও একজনের দিকে নজর ছিল সকলের৷ তিনি আমান্ডা গোরম্যান৷

ওয়াশিংটন: বুধবার ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন৷ ক্যাপিটলে এই শপথগ্রহণ অনুষ্ঠানে আরও একজনের দিকে নজর ছিল সকলের৷ তিনি আমান্ডা গোরম্যান৷
মার্কিন ইতিহাসে সবচেয়ে কম বয়সী কবি হিসেবে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করলেন ২২ বছরের তরুণী৷ সোশ্যাল মিডিয়া মাতল লস অ্যাঞ্জেলসের আফ্রিকান কবিকে নিয়ে৷
advertisement
advertisement
রবার্ট ফ্রস্ট, মায়া অ্যাঞ্জেলু, রিচার্ড ব্লাংকো ও এলিজাবেথ আলেক্সান্ডারের মতো বিখ্যাত কবিরা এর আগে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন৷ সেখানে গোরম্যান এক কথায় চমক৷
২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় যুব কবির সম্মান পাওয়া গোরম্যানের  বিরাট ভক্ত ফার্স্টলেডি জিল বাইডেন৷ তিনিই গোরম্যানের নাম মনোনীত করেছিলেন এই অনুষ্ঠানে কবিতা পাঠের জন্য৷
advertisement
অভিষেক অনুষ্ঠানের জন্যই ‘দ্য হিল উই ক্লাইম্ব’ কবিতাটি লিখেছেন গোরম্যান৷ প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শপথ অনুষ্ঠানের পরেই মঞ্চে ওঠেন গোরম্যান। তিনি যখন কবিতা পাঠ করা শুরু করেন তখন তাঁর দু'পাশে ছিলেন বাইডেন ও হ্যারিস৷
প্রেসিডেন্ট ও  ভাইস-প্রেসিডেন্টের মাঝখানে দাঁড়িয়ে গোরম্যানের সাবলীল ও দৃপ্ত ভাবে বলিষ্ঠ কণ্ঠে কবিতা আবৃত্তি ক্যাপিটলের মন জয় করে নেয়৷ হাততালির আওয়াজ বুঝিয়ে দিয়েছিল যে, জাতীয় যুব কবি কোন জায়গায় বিরাজ করেন৷ তাঁর কবিতার প্রতি ছত্রে যেমন উঠে এসেছে সেই দেশের সৌন্দর্য, তেমনই গোরম্যান বার্তা দিয়েছেন এক নতুন আমেরিকার সার্বিক ভাবে পুনর্নির্মাণের৷
advertisement
‘দ্য ওয়ান ফর হুম ফুড ইজ নট এনাফ’ বইয়ের লেখিকা গোরম্যান পড়াশোনা করেছেন হার্ভার্ডের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে৷ নিজেকে শুধু কবিতায় সীমাবদ্ধ রাখেননি তিনি৷ একজন সমাজকর্মীও গোরম্যান৷ বর্ণবিদ্ধেষ ও নিপীড়ন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত৷ কথা বলেন মানুষের অধিকার ও নারীবাদ নিয়ে, কাজেও ফুটে ওঠে সেই ছাপ৷ স্বপ্ন দেখেন ২০৩৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
জো বাইডেনের অভিষেকে ইতিহাস লেখা আমান্ডা গোরম্যান কে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement