প্রতিদিন মিলনে লিপ্ত হোন, অফিস মিটিং-এ বসের পরামর্শ! ব্যাপক শোরগোল...

Last Updated:
#বেজিং: তিনি বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা৷ তার উদ্যোগে গড়ে উঠেছে আস্ত একটা সাম্রাজ্য৷ দেশের অর্থনীতির সমান্তরাল চলে তার ব্যবসা৷ সেই মালিকই কিনা কর্মীদের দিলেন প্রতিদিন সেক্স করার নিদান৷ তাদের বার্ষিক বৈঠকে কর্মীদের আগেই ৯৯৬ -র কথা বলেছেন তিনি৷ যার মানে হল সকাল ৯ থেকে রাত ৯টা, ৬দিন কাজ৷ এবার তার সঙ্গে যুক্ত হল ৬৬৯-র কথা৷ এর মানেই নিজেই জানিয়েছেন প্রতিষ্ঠাতা৷ ৬দিনে ৬বার মিলনে লিপ্ত হোক কর্মীরা৷ তবে সময়ের কথা তিনি উহ্য রেখেছেন৷
এই মালিক আর কেউ নন, বিশ্বে অন্যতম বড় ব্র্যান্ড আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা৷ চিনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক৷ চিনেই শুধু নয়, বিশ্ব বাজারে প্রভাব রয়েছে আলিবাবা সংস্থার৷ প্রতিবছর ১০ই আলি ডে নামে চলে তাদের বিশেষ উদযাপন৷ সেখানে স্টাফ মিটিং বা কর্মীদের বৈঠকে এই কথা সকলকে বলেন জ্যাক৷ ৫৪ বছরের জ্যাকে মতে এভাবে জীবন কাটালে সুস্থতা বজায় থাকবে৷
advertisement
ইনিই আলিবাবা সংস্থার প্রতিষ্ঠাতা জ্যাক মা৷ ইনিই আলিবাবা সংস্থার প্রতিষ্ঠাতা জ্যাক মা৷
advertisement
কিন্তু জ্যাক মায়ের এই বক্তব্যের বেশ শোরগোল পড়েছে৷ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চাও৷ বিশেষ করে প্রতিদিন ৯থেকে ৯টা অর্থাৎ বারো ঘণ্টা কাজের পর কোন উদ্দীপনা কী থাকবে শারীরিক মিলনে লিপ্ত হওয়ার? এই প্রশ্নও করছেন অনেকে! তবে আপাতত এই নিয়ে কিছুই উত্তর দেননি জ্যাক৷ কোন মত থেকে তিনি এমন বক্তব্য রেখেছেন সেটাও স্পষ্ট করেননি৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রতিদিন মিলনে লিপ্ত হোন, অফিস মিটিং-এ বসের পরামর্শ! ব্যাপক শোরগোল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement