প্রতিদিন মিলনে লিপ্ত হোন, অফিস মিটিং-এ বসের পরামর্শ! ব্যাপক শোরগোল...
Last Updated:
#বেজিং: তিনি বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা৷ তার উদ্যোগে গড়ে উঠেছে আস্ত একটা সাম্রাজ্য৷ দেশের অর্থনীতির সমান্তরাল চলে তার ব্যবসা৷ সেই মালিকই কিনা কর্মীদের দিলেন প্রতিদিন সেক্স করার নিদান৷ তাদের বার্ষিক বৈঠকে কর্মীদের আগেই ৯৯৬ -র কথা বলেছেন তিনি৷ যার মানে হল সকাল ৯ থেকে রাত ৯টা, ৬দিন কাজ৷ এবার তার সঙ্গে যুক্ত হল ৬৬৯-র কথা৷ এর মানেই নিজেই জানিয়েছেন প্রতিষ্ঠাতা৷ ৬দিনে ৬বার মিলনে লিপ্ত হোক কর্মীরা৷ তবে সময়ের কথা তিনি উহ্য রেখেছেন৷
এই মালিক আর কেউ নন, বিশ্বে অন্যতম বড় ব্র্যান্ড আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা৷ চিনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক৷ চিনেই শুধু নয়, বিশ্ব বাজারে প্রভাব রয়েছে আলিবাবা সংস্থার৷ প্রতিবছর ১০ই আলি ডে নামে চলে তাদের বিশেষ উদযাপন৷ সেখানে স্টাফ মিটিং বা কর্মীদের বৈঠকে এই কথা সকলকে বলেন জ্যাক৷ ৫৪ বছরের জ্যাকে মতে এভাবে জীবন কাটালে সুস্থতা বজায় থাকবে৷
advertisement
advertisement
কিন্তু জ্যাক মায়ের এই বক্তব্যের বেশ শোরগোল পড়েছে৷ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চাও৷ বিশেষ করে প্রতিদিন ৯থেকে ৯টা অর্থাৎ বারো ঘণ্টা কাজের পর কোন উদ্দীপনা কী থাকবে শারীরিক মিলনে লিপ্ত হওয়ার? এই প্রশ্নও করছেন অনেকে! তবে আপাতত এই নিয়ে কিছুই উত্তর দেননি জ্যাক৷ কোন মত থেকে তিনি এমন বক্তব্য রেখেছেন সেটাও স্পষ্ট করেননি৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2019 3:05 PM IST