Journalists Killed In Israeli Attack: গাজায় ইজরায়েলি হামলায় হত ৫ আল জাজিরা সাংবাদিক, নিহতদের ১ জন 'হামাস জঙ্গি' বলে দাবি ইজরায়েলি প্রতিরক্ষা দফতরের

Last Updated:

Journalists Killed In Israeli Attack: ২৮ বছর বয়সী এই ব্যক্তি গাজার অন্যতম বিশিষ্ট সাংবাদিক ছিলেন এবং তাঁর জীবন ঝুঁকির মধ্যে থাকা সত্ত্বেও তিনি রিপোর্টিং চালিয়ে যান।

সাংবাদিকদের তাঁবুতে ইজরায়েলি হামলায় তাদের অন্তত পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন
সাংবাদিকদের তাঁবুতে ইজরায়েলি হামলায় তাদের অন্তত পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন
নয়াদিল্লি: ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রবিবার গাজায় বিমান হামলায় আল জাজিরার সাংবাদিক সেজে থাকা হামাস সেলের এক নেতা নিহত হয়েছেন। তবে আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের আলশিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাঁবুতে ইজরায়েলি হামলায় তাদের অন্তত পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।
পূর্ব গাজা শহরের একটি তাঁবুতে হামলায় নিহত পাঁচজন আল জাজিরার সাংবাদিকের মধ্যে ২৮ বছর বয়সি আনাস আল-শরিফও ছিলেন। হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলায় আরও দু’জন নিহত হয়েছেন।
গাজায় পাওয়া গোয়েন্দা তথ্য এবং নথিপত্রের প্রমাণ হিসেবে উল্লেখ করে ইজরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আল-শরিফ হামাসের একটি সেলের প্রধান ছিলেন এবং “ইজরায়েলি অসামরিক নাগরিক এবং আইডিএফ (ইজরায়েলি) সৈন্যদের বিরুদ্ধে রকেট হামলা চালানোর জন্য দায়ী ছিলেন।”
advertisement
advertisement
২৮ বছর বয়সি এই ব্যক্তি গাজার অন্যতম বিশিষ্ট সাংবাদিক ছিলেন এবং তাঁর জীবন ঝুঁকির মধ্যে থাকা সত্ত্বেও তিনি রিপোর্টিং চালিয়ে যান। তবে সাংবাদিকদের বিভিন্ন গোষ্ঠী এবং আল জাজিরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। জানা গিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন আল জাজিরার সংবাদদাতা আনাস আল-শরিফ এবং মহম্মদ ক্রিকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোমেন আলিওয়া এবং মোহাম্মদ নৌফাল।
advertisement
আনাস আল-শরিফের জীবন ঝুঁকির মধ্যে ছিল। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ আগেই সতর্ক করেছিলেন যে গাজা থেকে রিপোর্টিংয়ের কারণে আল-শরিফের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান গত মাসে বলেছিলেন যে তাঁর বিরুদ্ধে ইজরায়েলের দাবি ভিত্তিহীন।
আরও পড়ুন : নিজের পায়ে কুড়ুল মেরে এখন হাত কামড়াচ্ছে পাকিস্তান! আকাশসীমা বন্ধ রেখে ২ মাসে কোটি কোটি টাকার ক্ষতি ইসলামাবাদের?
আল-শরিফ তাঁর মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তাও পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল, “…আমি সত্যকে তা যেমন আছে তেমনভাবে প্রকাশ করতে কখনও দ্বিধা করিনি, বিকৃতি বা ভুল উপস্থাপনা ছাড়াই, এই আশায় যে ঈশ্বর তাঁদের সাক্ষী রাখবেন যাঁরা নীরব ছিলেন।”
advertisement
জুলাই মাসে আল-শরিফকে রক্ষা করার আহ্বান জানিয়ে এক বিবৃতিতে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বলেছে, ইজরায়েল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।
“বিশ্বাসযোগ্য প্রমাণ না দিয়েই সাংবাদিকদের জঙ্গি হিসেবে চিহ্নিত করার ইজরায়েলের ধরন সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তাদের উদ্দেশ্য এবং সম্মান সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে,” বলেছেন সিপিজে-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিচালক সারা কুদাহ।
advertisement
আল-শরিফ, যাঁর X অ্যাকাউন্টে ৫,০০,০০০-এরও বেশি ফলোয়ার ছিল, মৃত্যুর কয়েক মিনিট আগে সেই প্ল্যাটফর্মে পোস্ট করেছিলেন যে ইজরায়েল দুই ঘন্টারও বেশি সময় ধরে গাজা শহরে তীব্র বোমাবর্ষণ করছে।
আল-শরিফকে ‘গাজার অন্যতম সাহসী সাংবাদিক’ আখ্যা দিয়ে আল জাজিরা বলেছে যে এই আক্রমণ ‘গাজার দখলদারিত্বের প্রত্যাশায় কণ্ঠস্বর স্তব্ধ করার একটি মরিয়া প্রচেষ্টা’।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Journalists Killed In Israeli Attack: গাজায় ইজরায়েলি হামলায় হত ৫ আল জাজিরা সাংবাদিক, নিহতদের ১ জন 'হামাস জঙ্গি' বলে দাবি ইজরায়েলি প্রতিরক্ষা দফতরের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement