Viral Video|| প্রবল ঝড়ের তাণ্ডব চলাকালীন বিমানের জরুরি অবতরণ, লাইভ স্ট্রিমিং ভিডিও ভাইরাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Viral Video of Aircraft Landing Heathrow on Friday amid Storm: প্রবল ঝড়ে যখন তছনছ চারিদিক, সেই সময়ে লন্ডনের হিথরো বিমানবন্দরে (London's Heathrow) জরুরি বিমান অবতরণ করে প্রশংসা কাড়লেন এয়ার ইন্ডিয়ার দুই পাইলট।
#নয়া দিল্লি: প্রবল ঝড়ে যখন তছনছ চারিদিক, সেই সময়ে লন্ডনের হিথরো বিমানবন্দরে (London's Heathrow) জরুরি বিমান অবতরণ করে প্রশংসা কাড়লেন এয়ার ইন্ডিয়ার দুই পাইলট। শুক্রবার বিকেলে যখন সব বিমান দেরীতে ছাড়ছে বা বাতিল হয়ে যাচ্ছে ইউনিস ঝড়ের (Storm Eunice) জন্য, তখন হিথরো বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার (Air India flights) বোয়িং ড্রিমলাইনার (Boeing Dreamliner aircraft) অবতরণ করিয়েছেন পাইলট অঞ্চিত ভরদ্বাজ এবং আদিত্য রাও।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও দুই পাইলট প্রশংসা বার্তা পেয়েছেন। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 'যখন কোনো বিমান নামতে পারছিল না লন্ডন বিমানবন্দরে, তখন আমাদের সুদক্ষ ২ পাইলট যথাযথভাবে বিমান অবতরণ করিয়েছেন।' লন্ডনের ইউটিউব চ্যালেন 'Big Jet TV'-র পর্দাতে বিমান অবতরণের লাইভ কভারেজ দেখানো হয়েছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
দেখুন জরুরী অবতরণের সময়কার ভিডিও:
advertisement
আরও পড়ুনঃ আজ দিনভর ৪০০ ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল, দেখে নিন সম্পূর্ণ তালিকা...
শুক্রবার ঝড়ের জন্য লন্ডনের আবহাওয়া দফতরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি ছিল। ১৯৮৭ সালের পর এত ঝড় দেখল পশ্চিম ইউরোপের বাসিন্দারা। ঝড়ের জন্য বিমান, ট্রেন, ফেরি পরিষেবা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের জন্য ইংল্যান্ডের ১,৪০,০০০ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। আয়ারল্যান্ডের ৮০,০০০ বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 20, 2022 10:43 AM IST