Pakistan Afghanistan Conflict: পাকিস্তানের ৫৮ জন সেনাকে হত্যা, জবাবি হামলার পর দাবি আফগানিস্তানের! ইসলামাবাদকে কি হুঁশিয়ারি দিল কাবুল?

Last Updated:

গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ তার মধ্যে কাবুলে দুটি এবং একটি বিস্ফোরণ ঘটে দক্ষিণপূর্ণ পাকটিকায়৷

News18
News18
জবাবি হামলায় পাকিস্তানের ৫৮ জন সেনাকে হত্যার দাবি করল আফগানিস্তান৷ তালিবানদের মুখপাত্র জাজিবুল্লাহ মুজাহিদ এই দাবি করেছেন৷ তিনি জানিয়েছেন, বেহরামপুর জেলার ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে তালিবানদের বাহিনী৷ সেই হামলাতেই পাকিস্তানের ৫৮ জনের সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আফগান মুখপাত্র৷ অন্তত ৩০ জন পাক সেনা আহত হয়েছে বলেও তিনি দাবি করেছেন৷
পাকিস্তান তাঁদের দেশে হামলা চালালে প্রতিটি হামলার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আফগান সরকারের মুখপাত্র৷ শুধু তাই নয়, পাকিস্তানের মাটিতে আইসিস জঙ্গিদের আশ্রয় দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তালিবান মুখপাত্র৷
মুজাহিদ বলেন, নিজেদের দেশে আইসিস-এর উপস্থিতির বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে পাকিস্তান৷ আফগানিস্তানের নিজেদের স্থল এবং আকাশসীমা রক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে৷ ফলে প্রতিটি হামলার জবাব দেওয়া হবে৷ আইসিস-এর যে মাথারা তাদের দেশে লুকিয়ে রয়েছে তাদের অবিলম্বে দেশছাড়া করে আফগানিস্তানের হাতে তুলে দিতে হবে পাকিস্তানকে৷ একই আইসিস জঙ্গিরা আফগানিস্তান সহ বহু দেশের পক্ষে বিপজ্জনক৷
advertisement
advertisement
আফগান সরকারের মুখপাত্র আরও দাবি করেছেন, তাঁদের দেশকে যাঁরা অশান্ত করে তুলছিল সেই আইসিস জঙ্গিদের তাড়িয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু সেই জঙ্গিরা এখন পাকিস্তানের পসতুনখাওয়ায় নতু করে ঘাঁটি তৈরি করেছে৷ শুধু তাই নয়, এই জঙ্গিরা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে আফগানিস্তানে হামল৩ চালানো হচ্ছে বলে অভিযোগ৷ পাকিস্তান সেনার সঙ্গে সংঘর্ষে তাদের বাহিনীর কুড়ি জন সদস্যের মৃত্যু হয়েছে বলেও স্বীকার করেছেন তালিবান মুখপাত্র৷
advertisement
গত বৃহস্পতিবার রাতে আফগানিস্তানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ তার মধ্যে কাবুলে দুটি এবং একটি বিস্ফোরণ ঘটে দক্ষিণপূর্ণ পাকটিকায়৷
কাবুল অভিযোগ করে, তাদের আকাশসীমায় ঢুকে পাকিস্তান এই হামলা চালিয়েছে৷ যদিও ইসলামাবাদ সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি৷ তবে আফগানিস্তানের মাটি থেকে তাদের দেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করে ইসলামাবাদ৷
advertisement
এর পরই পাকিস্তান-আফগানিস্তান সীমানা লাগোয়া হেলমান্দ, কান্দাহার, জাবুল, পাকটিকার মতো একাধিক জায়গায় পাক সেনা ঘাঁটি লক্ষ্য করে জবাবি হামলা চালায় তালিবান বাহিনী৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Afghanistan Conflict: পাকিস্তানের ৫৮ জন সেনাকে হত্যা, জবাবি হামলার পর দাবি আফগানিস্তানের! ইসলামাবাদকে কি হুঁশিয়ারি দিল কাবুল?
Next Article
advertisement
৪৮ বছরে প্রথম ভারতীয় 'মিসেস ইউনিভার্স ২০২৫'! বাকিদেরও স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন 'শেরি সিং'
৪৮ বছরে প্রথম ভারতীয় 'মিসেস ইউনিভার্স ২০২৫'! বাকিদেরও স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন শেরি
  • ৪৮ বছরে প্রথম ভারতীয় হিসেবে শেরি সিং মিসেস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতেছেন.

  • শেরি সিং ১২০ জনেরও বেশি নারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সম্মান অর্জন করেছেন.

  • শেরি সিং-এর ঐতিহাসিক জয় ভারতকে গর্বিত করেছে এবং নারীদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে.

VIEW MORE
advertisement
advertisement