Afganistan Kabul Blast: এবার চিনকে টার্গেট করল আইএস! বাঁচল না কাবুলের সবচেয়ে নিরাপদ জায়গাও...বিস্ফোরণে উড়ে গেল রেস্তোরাঁ! ৭ জনের মৃত্যু
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই হামলায় চিনের নাগরিকদের নিশানা করা হয়েছিল৷ আফগানিস্তানের রাজধানীর সবচেয়ে নিরাপদ এলাকাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এই শাহর-ই-নও৷ অনেক বিদেশিদের আবাসস্থল হিসেবে পরিচিত গুলফারোশি স্ট্রিটের একটি হোটেলে বিস্ফোরণটি ঘটে।
কাবুল: ফের বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ শহরের শাহর-ই-নও এলাকার একটি রেস্তোরাঁ ছিল এই বিস্ফোরণের
টার্গেট৷ অন্যদিকে, শাহর-ই-নও কাবুলের সবচেয়ে নিরাপদ অংশগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয়। সেখানেই বিস্ফোরণে সোমবার কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর৷ অন্তত ২০ জন আহত৷
আফগানিস্তানের রাজধানীতে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিও জানিয়েছে, ‘‘”আজ (সোমবার) বিকেলে হাসপাতালের কাছে শাহর-ই-নও এলাকায় বিস্ফোরণের পর কাবুলের আমাদের সার্জিক্যাল সেন্টারে ২০জনকে ভর্তি করা হয়েছে। যাঁদের ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে সাতজন পৌঁছনোর আগেই মারা গেছেন৷’’
advertisement
advertisement
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই হামলায় চিনের নাগরিকদের নিশানা করা হয়েছিল৷ আফগানিস্তানের রাজধানীর সবচেয়ে নিরাপদ এলাকাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এই শাহর-ই-নও৷ অনেক বিদেশিদের আবাসস্থল হিসেবে পরিচিত গুলফারোশি স্ট্রিটের একটি হোটেলে বিস্ফোরণটি ঘটে।
advertisement
#BREAKING
Video: Security sources have confirmed to TOLOnews that today’s attack in the Shahr-e-Naw area of Kabul targeted Chinese nationals.Sources did not provide information about the exact number of casualties.
#TOLOnews_English pic.twitter.com/vGS2yqpwpo— TOLOnews English (@TOLONewsEnglish) January 19, 2026
advertisement
আফগান নিরাপত্তা সূত্র জানিয়েছে যে,হামলাটি চিনা নাগরিকদের লক্ষ্য করে করা হয়েছিল, যদিও কতজন আক্রান্ত হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। কাবুলের জরুরি হাসপাতাল পরে জানিয়েছে যে বিস্ফোরণের পর এক শিশু এবং চারজন মহিলা সহ ২০ জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে সাতজন হাসপাতালে পৌঁছনোর আগেই মারা গেছেন। হতাহতদের মধ্যে কেউ চিনা নাগরিক কি না, তা হাসপাতাল স্পষ্ট করে জানায়নি। পরে বিস্ফোরণের ঘটনার দায় শিকার করে আইএস৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jan 20, 2026 11:08 AM IST









