ভারত-পাক ম্যাচের আগে অভিনন্দনকে নকল করে পাকিস্তানি বিজ্ঞাপন! বিতর্কের ঝড় উঠল আন্তর্জাতিক মহলে

Last Updated:

এ ধরণের স্পর্শকাতর বিষয় নিয়ে বিজ্ঞাপন তৈরি করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ওই পাক টেলিভিশন চ্যানেলকে ৷

#নয়াদিল্লি: আগামী রবিবার বিশ্বকাপের মঞ্চে বহুপ্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ ৷ আর সেই ম্যাচ ঘিরে ২২ গজের ভিতরে শুধু নয়, বাউন্ডারির বাইরেও উত্তেজনা একেবারে টানটান ৷ তার মধ্যেই ভারত-পাক ম্যাচের বিজ্ঞাপনে ভারতের বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে প্রপ হিসেবে ব্যবহার করে বিতর্কের জন্ম দিল পাক টেলিভিশন চ্যানেল ৷
ওই বিজ্ঞাপনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ৷ জ্যাজ টিভি-র ভিডিওতে দেখা যাচ্ছে অভিনন্দন বর্তমানের মতোই দেখতে এক ব্যক্তিকে কিছু প্রশ্ন করা হচ্ছে ৷ তিনি অভিনন্দনের মতোই প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করছেন ৷ পরে তাঁকে এক কাপ চা খেতে দেওয়া হয় ৷ চায়ের প্রশংসা করেন ওই ব্যক্তি ৷ ঠিক যেমনটা অভিনন্দন করেছিলেন ৷ এরপরেই বিজ্ঞাপনে কাপ নিয়ে উঠে যেতে দেখা যায় ওই ব্যক্তিকে ৷ কিন্তু কাপটি তাঁর হাত থেকে নিয়ে নেওয়া হয় ৷
advertisement
advertisement
advertisement
আসন্ন ভারত-পাক ম্যাচ নিয়েই এই বিজ্ঞাপনটি বানিয়েছে জ্যাজ টিভি ৷ বালাকোটে বায়ু সেনার এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানে আটকে পড়েন অভিনন্দন ৷ পরে অবশ্য কূটনৈতিক চাপে তাঁকে ফিরিয়ে দিতে বাধ্য হয় প্রতিবেশী দেশ ৷ ইতিমধ্যেই পাকিস্তানের যুদ্ধবিমান এফ-১৬ ধ্বংসের পুরস্কার হিসাবে অভিনন্দন বর্তমানের নাম বীর চক্র সম্মানের জন্য সুপারিশ করেছে ভারতীয় বায়ুসেনা। অভিনন্দনের বীরগাথা স্কুলের সিলেবাসেও জায়গা পাওয়ার কথা ৷
advertisement
কিন্তু দু’দেশের দ্বিপাক্ষিক রাজনৈতিক ও বৈদেশিক চাপানউতরের মধ্যেই এ ধরণের স্পর্শকাতর বিষয় নিয়ে বিজ্ঞাপন তৈরি করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ওই পাক টেলিভিশন চ্যানেলকে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারত-পাক ম্যাচের আগে অভিনন্দনকে নকল করে পাকিস্তানি বিজ্ঞাপন! বিতর্কের ঝড় উঠল আন্তর্জাতিক মহলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement