Operation Sindoor Update: ২৬ বছরের পুরনো হিসেব চোকাল ভারত, অপারেশন সিঁদুরে নিকেশ কান্দাহার বিমান অপহরণের মূল চক্রী

Last Updated:

১৯৯৯ সালের ডিসেম্বর মাসে কাঠমাণ্ডু থেকে নয়াদিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ বিমানটিকে অপহরণ করে জঙ্গিরা৷ হরকত উল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর পাঁচ সদস্য বিমানটি অপহরণ করে তালিবান শাসিত আফগানিস্তানে নিয়ে যায়৷

১৯৯৯ সালে অপহরণ করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ বিমান৷ ছবি- রয়টার্স
১৯৯৯ সালে অপহরণ করা হয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ বিমান৷ ছবি- রয়টার্স
অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়ে থাকা অন্তত ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ সূত্রের খবর, মৃত এই জঙ্গিদের মদ্যে রয়েছেন জৈশ-ই-মহম্মদের অন্যতম মূল মাথা এবং কান্দাহারে বিমান অপহরণ কাণ্ডের মূল চক্রী আব্দুল রউফ আজহার৷
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর এবং মুরদিকেতে জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবার সদর দফতরে আঘাত হানে ভারতীয় মিসাইল৷ সেই হামলাতেই আব্দুল রউফ আজহারের মৃত্যু হয়েছে বলে খবর৷
বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘যে জঙ্গিদের মৃত্যুর খবর মিলেছে তাদের মধ্যে আব্দুল রউফ আজহার রয়েছে৷ আজহার জৈশ ই মহম্মদের অপারেশনাল হেড ছিল, কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের মূলচক্রীও সে৷ আন্তর্জাতিক জেহাদি নেটওয়ার্কের অন্যতম প্রধান মাথা ছিল এই আব্দুল রউফ আজহার৷’
advertisement
advertisement
আব্দুল রউফ আজহারের আরও একটি পরিচয় সে জৈশ প্রধান মাসুদ আজহারের ভাই৷ সূত্রের খবর, মঙ্গলবারের ভারতীয় হামলায় মাসুদ আজহারের পরিবারের দশ জন সদস্যের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে মাসুদ আজহারের বোন এবং ভগ্নিপতিও রয়েছে৷ জঙ্গি নেতা নিজেই বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছেন৷
সরকারি আধিকারিকদের কথায়, ‘আব্দুল রউফ আজহার আইসি-৮১৪ বিমানের অপহরণ এবং তার যাত্রীদের মুক্তির বিনিময়ে আল কায়দা জঙ্গি ওমর সইদ শেখের মুক্তির চক্রান্ত তৈরি করেছিল৷ এই ওমর সইদ শেখই ২০০২ সালে মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ করে নৃশংস ভাবে হত্যা করে৷ সেই হত্যাকাণ্ডের ঘটনায় গোটা বিশ্ব শিউরে উঠেছিল৷’
advertisement
১৯৯৯ সালের ডিসেম্বর মাসে কাঠমাণ্ডু থেকে নয়াদিল্লিগামী ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ বিমানটিকে অপহরণ করে জঙ্গিরা৷ হরকত উল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর পাঁচ সদস্য বিমানটি অপহরণ করে তালিবান শাসিত আফগানিস্তানে নিয়ে যায়৷ বিমানের যাত্রীদের মুক্তির বিনিময়ে মাসুদ আজহারকেও সেই সময় মুক্তি দিয়েছিল ভারত সরকার৷
এর পরেই মাসুদ আজহার জৈশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠী তৈরি করেন৷ এর পরে ২০০১ সালে সংসদ ভবনে হামলা সহ ভারতের মাটিতে একাধিক সন্ত্রাসবাদী হামলা চালায় জৈশ ই মহম্মদ৷ ২০০১ সালে ভারতের সংসদ ভবনে হামলার পর পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা হলেও সেদেশে দিব্যি নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যায় জৈশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Operation Sindoor Update: ২৬ বছরের পুরনো হিসেব চোকাল ভারত, অপারেশন সিঁদুরে নিকেশ কান্দাহার বিমান অপহরণের মূল চক্রী
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement