corona virus btn
corona virus btn
Loading

স্তনে আটকে গেল গুলি ! নকল স্তন বাঁচালো যুবতীর প্রাণ !

স্তনে আটকে গেল গুলি ! নকল স্তন বাঁচালো যুবতীর প্রাণ !
photo source collected

অবাক লাগলেও এটাই সত্যি। স্তনই বাঁচালো মহিলার প্রাণ।

  • Share this:

#কানাডা: স্তন নিয়ে সারা জীবন কটু কথা শুনতে হত তাঁকে। আর সেই জন্যই ব্রেস্ট ইমপ্ল্যান্টস। শারীরিক আবেদন বাড়াতে নিজের স্তনের আকার বৃদ্ধির জন্য এই পথ বেছে নেন কানাডার এক মহিলা। কিন্তু শারীরিক আকর্ষণ বাড়ানোর পাশাপাশি, এই নকল স্তন যে তাঁর প্রাণও বাঁচাতে পারে, তা সম্ভবত আগে জানা ছিল না। নকল স্তনের জন্যে প্রাণে বেঁচে গিয়েছেন এক মহিলা।

অবাক লাগলেও এটাই সত্যি। স্তনই বাঁচালো মহিলার প্রাণ। জানা গিয়েছে কানাডার রাস্তায় হঠাৎই গুলিবিদ্ধ হন বছর ৩০-র ওই মহিলা। এক আততায়ী তাঁর বুক লক্ষ করে গুলি চালিয়ে চম্পট দেয়। রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। কোনওমতে স্থানীয় হাসপাতালে পৌঁছন। চিকিৎসা শুরু হতেই চক্ষু চড়কগাছ ডাক্তারের। এক্স-রে প্লেটে দেখা যায়, গুলিটা মহিলার বুকের উপরে সিলিকনে আটকে রয়েছে। সিলিকনের কারণেই মহিলার হার্ট পর্যন্ত পৌঁছতে পারেনি গুলিটা। তবে তাঁর পাঁজরের একটি হাড় ভেঙেছে। কিন্তু মহিলার প্রাণে এই ভাবে বেঁচে যাওয়ায় সকলে অবাক। তবে কেন তাঁকে গুলি করা হয়েছিল তা এখনও জানা যায়নি।

Published by: Piya Banerjee
First published: April 22, 2020, 10:00 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर