ইনি দিনে টিভি চ্যানেলের অ্যাঙ্কর, রাতে কুখ্যাত ডাকাত ! চিনে নিন এনাকে
Last Updated:
#ব্রাসেলস: ইনি দিনে অ্যাঙ্কর, রাতে ডাকাত ! গল্পকথা নয়, বাস্তব ঘটনা! দিনের বেলায় হাতে টিভি চ্যানেলের বুম, রাতে সেই বুমই বদলে যেত আগ্নেয়াস্ত্রে। ইনি বেলজিয়াম-ফ্রান্সের জনপ্রিয় টিভি চ্যানেলের পরিচিত মুখ স্টিফেন পাওয়েলস ! কিন্তু শেষরক্ষা হল না! অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন পাওয়েলস ।
কয়েক মাস আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ও শহরতলির বিভিন্ন এলাকায় চোর-ডাকাত-মাদক পাচারকারী-সহ দুষ্কৃতীদের ধরতে অভিযান চালায় পুলিশ। তাতে গ্রেফতার হয় কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী। ব্রাসেলস পুলিশ জানিয়েছে, সেই সূত্রেই তদন্তে উঠে আসে টিভি উপস্থাপক পাওয়েলসের নাম। এর পর, ব্রাসেলসের দক্ষিণ শহরতলির ল্যাসনে এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
সরকারী আইনজীবীর মুখপাত্র ওয়েঙ্কে রজেন জানিয়েছেন, তদন্তে নেমে পাওয়েলসের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতিতে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলে। গোয়েন্দারা জানতে পারেন, একটি ডাকাত দলের সক্রিয় সদস্য হিসাবে কাজ করতেন পাওয়েলস। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়। অবশ্য, আদালতে পেশ করা হলে বিচারক তাঁর শর্তাধীন জামিন-এর দাবি মঞ্জুর করেন।
বছর পঞ্চাশের পাওয়েলস বেলজিয়ামের অন্যতম জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল ‘আরটিএল টিভিআই’-এর উপস্থাপক ছিলেন। ফ্রান্সেও নানা সময়ে ফুটবল ম্যাচ এবং এই সংক্রান্ত একাধিক অনুষ্ঠানে ঘোষক বা উপস্থাপক হিসাবে কাজ করেছেন। ফলে ফ্রান্সেও তিনি জনপ্রিয় মুখ। এছাড়া ‘লাইফ ইজ ফুল অব আনএক্সপেক্টেড টার্নস’ নামে বেলজিয়ামের একটি টিভি শোতেও একই ভূমিকায় দেখা যায় তাঁকে। সেলিব্রিটি ও সাধারণ মানুষের জীবনের মোড় ঘোরানো ভাল-মন্দ ঘটনা তুলে ধরার সুবাদে বেলজিয়ামে এই শো-র টিআরপিও তুঙ্গে।
advertisement
ঘটনার খবর সামনে আসতেই আরটিএল সংস্থা বিবৃতি দিয়ে পাওয়েলসকে চাকরি থেকে বরখাস্ত করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2018 10:58 AM IST