#বেজিং: বিমানসেবিকার মুখে গরম জল ছেটালেন এক যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে এয়ার এশিয়ার একটি বিমানে ! বিমানকর্মীদের সঙ্গে অনেক যাত্রীই অভব্য আচরণ করে থাকেন অনেক সময়েই ৷ এমন অনেক ঘটনা প্রায়শই শোনা যায় ৷ তবে এয়ার এশিয়ার বিমানকর্মী নুরালিয়া মাজলান নিজের সহকর্মীর সঙ্গে সম্প্রতি যা ঘটতে দেখেছেন, তা ভাবলেই শিউরে উঠছেন ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ারও করেছেন নিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা ৷
নুরালিয়া জানান, একজন চিনা যাত্রী ‘কাপ নুডলস’-এর গরম জল তাঁর এক সহ-কর্মীর মুখে ছুড়ে মারেন ৷ তার রাগের কারণ ছিল, বয়ফ্রেন্ডের পাশের সিটে বসতে পারেননি তিনি ! বিমান চলার পরেও বিমানসেবিকারা সেই ব্যবস্থা করে না দেওয়ায় রেগে আগুন ওই মহিলা যাত্রী খাবার দিতে গেলে ওই বিমানসেবিকার মুখে গরম জল ছুড়ে মারেন বলে অভিযোগ ৷
আরও দেখুন--
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Asia, Air Hostess