ঢাকার বনানীর আগুনে ১৩ তলায় আটকে যুবক, মর্মান্তিক সেলফি মুহূর্তে ভাইরাল
Last Updated:
#বাংলাদেশ: বিধ্বংসী আগুনের কবলে বাংলাদেশের বহুতল ৷ ঢাকার বনানীতে এফআর টাওয়ার নামের এক বহুতলে ভয়াবহ আগুন লাগে গত কাল ৷ আগুনের হাত থেকে বাঁচতে বেশ কয়েকজন আতঙ্কে বহুতলের জানলা দিয়ে লাফিয়ে পড়েন ৷ আহত হয়েছেন বেশ কিছু মানুষ ৷ অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
এই রকম বেসামাল অবস্থায় পড়লে আপনি কী করতে পারেন? নিজে প্রথমে বাঁচার চেষ্টা করবেন। তারপর চেষ্টা করবেন অন্যকে বাঁচাতে। কিন্তু ওই পরিস্থিতি দাঁড়িয়ে আপনি সেলফি তুলতে পারবেন? হয়তো পারবেন না! কারণ তখন পিছনে মৃত্যু ভয় তাড়া করে বেড়াবে যে। কিন্তু ওই ভয়ানক অগ্নিকাণ্ডে আটক থাকার পরও কেউ যে সেলফি তুলতে পারে তা এই ভদ্রলোককে না দেখলে জানাই যেত না। বাংলাদেশের হাসান আহমেদ রিপন এমনটাই করলেন। ওই ভয়ানক আতঙ্কের মধ্যে দাঁড়িয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। জানেন না তিনি প্রাণে বাঁচবেন কিনা! কীভাবে ওই আগুন থেকে পালাবেন না ভেবে সেলফি তুললেন। লিখলেন, 'মা, মিনা মিলন আপু ফাহিম ভাই সবায় আমারে মাফ করে দিস আগুন FR tower lift 13' এই পোস্ট করার পরই শেয়ার হতে থাকে। মর্মান্তিক এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। তিনি ওই আগুন থেকে বেঁচে ফিরেছেন কিনা জানা না গেলেও তিনি এখন ভাইরাল। ---
advertisement
advertisement
Location :
First Published :
March 29, 2019 1:40 PM IST