যুদ্ধ জয়ের তৃপ্তি ! ১০ দিনের টানা লড়াইয়ে করোনা কিস্তিমাত, ৯৩ বছর বয়সী সুস্থ বৃদ্ধা ফিরলেন বাড়ি

Last Updated:

বাড়ি ফেরার সময়ে নার্সের মাথায় রেখে আশীর্বাদ করেছেন, একদিন সব ঠিক হয়ে যাবে

#ইস্তানবুল: পশ্চিম এশিয়ার ইরানের পরে এবার তুর্কিতে করোনা ভাইরাসের হানা ৷ ক্রমেই করোনার জেরে কাঁপছে দেশ ৷ অনেক খারাপ খবরে প্রত্যেকেই আতঙ্কিত হচ্ছেন ৷ অনেক খারাপ খবরের মাঝে মন ভাল করে দেওার মত খবরে কেঁপেছে সোশ্যাল মিডিয়া ৷ টানা ১০ দিন করোনার সঙ্গে লড়াই করে যুদ্ধে জয়ী হয়েছেন ৯৩ বছর বয়সী এক বৃদ্ধা ৷ করোনার বিরুদ্ধে লড়াই করে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন আর বাড়ি ফেরার সময়ে নার্সের মাথায় হাত রেখে এলি গুন্ডুজ আশীর্বাদ করেছেন একদিন সব ঠিক হয়ে যাবে ৷
চিকিৎসা বিজ্ঞান বলছে যে ৬০ বছর বা তার উর্ধ্বে কাররো বয়স হলে তাঁকে বাঁচানো প্রায় অসম্ভব হয় ৷ কিন্তু এই ক্ষেত্রে চমৎকার দেখা গিয়েছে ৯৩ বছরে আইসিইউ থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৷ এই ধরনের ঘটনা হাসপাতালের অন্য রোগীদের মনোবল যে কতখানি বাড়িয়ে দেয় সেই বিষয়ে নতুন করে বলার আর অপেক্ষা রাখেনা ৷
advertisement
advertisement
এলির হাইারটেনশন ছিল ৷ তাই নিয়েই তাঁর নাতি ৩১ মার্চ ২০২০ হাসপাতালে ভর্তি করেছিলেন তাঁকে ৷ নাতিকে অবলম্বন করে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময়ে অন্য রোগীদেরও মনো বল বাড়িয়ে দিয়েছিলেন তিনি ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
যুদ্ধ জয়ের তৃপ্তি ! ১০ দিনের টানা লড়াইয়ে করোনা কিস্তিমাত, ৯৩ বছর বয়সী সুস্থ বৃদ্ধা ফিরলেন বাড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement