Afghanistan Crisis: কান্দাহারে তালিবানদের দাপট, ভারতীয় কূটনীতিকদের এয়ারলিফ্ট করে ফেরানো হল দেশে

Last Updated:

গত বেশ কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে চলছে জঙ্গি হামলা (Terrorist Attack Afghanistan)৷

#কাবুল: থমথমে পরিস্থিতি আফগানিস্তানে (Afghanistan)৷ আফগানিস্তানের মূল অঞ্চল দখলের পর, তালিবান (Taliban) যোদ্ধারা এখন কান্দাহারেও প্রবেশ করেছে। এই পরিস্থিতিতে কান্দাহার কনস্যুলেট থেকে প্রায় ৫০জন ভারতের কৃটনীতিক (Indian Diplomats) ও অন্যান্য কর্মীদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। জানানো হয়েছে যে, এখনই কাবুল, কান্দাহার এবং মাজার-এ-শরিফে ভারতীয় কনস্যুলেট ও দূতাবাস (Indian Consulate and Indian Embassy) বন্ধ করার কোনও পরিকল্পনা নেই৷ তবে আফগানিস্তানের পরিস্থিতি উপর নজর রাখা হচ্ছে৷ যে ভাবে সেখানে নিরাপত্তার অবনতি হচ্ছে, তার উপরও গভীরভাবে পর্যবেক্ষণ চলছে। এই পরিস্থিতিতে যাতে আফগানিস্তানে অবস্থিত ভারতীয় কূটনীতিকদের কোনও সমস্যা না হয়, তাই এই পদক্ষেপ বলে জানানো হয়েছ৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন যে, কনস্যুলেটের কূটনীতিক ও কর্মীদের নয়াদিল্লিতে উড়িয়ে আনার পর ভারতীয় কনস্যুলেট অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। কান্দাহারের (Kandahar) দক্ষিণ ও হেলমান্দে বিপুল সংখ্যক লস্কর-ই-তৈয়বার জঙ্গিদেরও উপস্থিত নজরে এসেছে৷ তার ফলেই ভারতীয় কূটনীতিক এবং সুরক্ষা কর্মীদের সরিয়ে আনা হয়েছে। আফগান সুরক্ষা সংস্থার অনুমান, দক্ষিণ আফগানিস্তানে তালিবানদের পাশাপাশি প্রায় ৭হাজার লস্কর-ই-তৈয়বার জঙ্গি উপস্থিত রয়েছে।
advertisement
গত বেশ কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে চলছে জঙ্গি হামলা৷ সেখান থেকে পুরোপুরিভাবে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া হবে অগস্ট মাসের শেষে৷ এরফেল দু’দশক পরে মার্কিন সেনা (US Force) মুক্ত হবে আফগানিস্তান৷ আর এর সুযোগেই শুরু হয়েছে জঙ্গি হামলা৷
advertisement
শনিবার পর্যন্ত তীব্র লড়াই গুলির লড়াই অব্যাহত ছিল। আফগান সামরিক বাহিনী জানিয়েছে যে প্রায় ৭০জন তালিবান জঙ্গিকে নিকেশ করা গিয়েছে৷ প্রায় ২ হাজার পরিবারকে অন্যত্র সরানো হয়েছিল এবং তারা কান্দাহারের অন্যান্য অংশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। কান্দাহার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর। কৌশলগত এবং ব্যবসায়ের দিক থেকে এটি দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ। ১৯৯০ এর দশকের মাঝামাঝি থেকে ২০০১ সাল পর্যন্ত কান্দাহার ছিল তালিবানদের সদর দফতর।
advertisement
আফগানিস্তানে কূটনীতিক এবং প্রায় তিন হাজার ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা করছে ভারত।গত বছরের এপ্রিলে কোভিড -১৯-এর কারণে ভারত হেরাত এবং জালালাবাদে কনস্যুলেট বন্ধ করে দিয়েছে। তবে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে নিরাপত্তার কারণে ভারত এই পদক্ষেপ নিয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Afghanistan Crisis: কান্দাহারে তালিবানদের দাপট, ভারতীয় কূটনীতিকদের এয়ারলিফ্ট করে ফেরানো হল দেশে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement