কত কাণ্ডই না ঘটে চিনে! শেষে কিনা শিশু ঢুকল ব্যাগেজ স্ক্যানারে!
Last Updated:
#বিদেশ: ব্যাগেজ স্ক্যানারে নজর রাখতে রাখতেই হঠাৎই চমকে উঠলেন রেল স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। গুটিসুটি মেরে বসে রয়েছে কি যেন একটা ! স্ক্যানিং শেষ হলে দেখা গেল বেরিয়ে আসছে একটি বাচ্চা মেয়ে! বয়স বছর পাঁচেক। কিন্তু বাচ্চাটি ওখানে গেল কি করে? খোঁজাখুঁজি শুরু হতেই সামনে এল মজার ঘটনা। ঘটনাটি পূর্ব চিনের শানডং প্রদেশের জিনান এলাকার একটি রেল স্টেশনের। কিন্তু স্ক্যানারের ভিতর এল কী করে বাচ্চাটি!
তদন্তে জানা যায়, যাত্রা শুরু করবার আগে বাচ্চাটির বাবা-মা নজর রাখছিল ব্যাগগুলি যাতে খোয়া না যায় সেই দিকে। আর বাবা-মায়ের সেই অন্যমনস্কতার সুযোগ নিয়েই দুরন্ত শিশুটি উঠে পড়ে স্ক্যানারের মেশিনের মধ্যে। স্ক্যানার পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকেরা হকচকিয়ে যান আচমকা এই ঘটনায়। এদিকে বাচ্চাকে না দেখতে পেয়ে মায়ের অবস্থা শোচনীয়। বাচ্চাকে মায়ের কাছে যদিও যত্নেই তুলে দেন কর্মীরা। এবং বাবা মাকে বোঝান বাচ্চাকে থাকলে কিভাবে সতর্ক হবেন।
advertisement
দেখুন আরও ভিডিও--->
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2019 2:48 PM IST