Rathyatra 2024 tragedy: রথযাত্রার মিছিলে ভয়াবহ দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অন্তত পাঁচ, আহত প্রায় ৫০ জন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Rathyatra 2024 tragedy: রথযাত্রার আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৫ জনের, আহত ৫০ জনের কাছাকাছি।
ঢাকা: রথযাত্রার আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৫ জনের, আহত ৫০ জনের কাছাকাছি।
রবিবার রথযাত্রার দিন বিকাল সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বগুড়া শহরে। বগুড়ার এই রথ বাংলাদেশে বেশ বিখ্যাত। রথ দেখতে হাজির হয়েছিলেন বহু মানুষ। রথযাত্রার উদ্বোধনের পরে ১০-১৫ মিনিট রথটি এগোনোর পরেই রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারের স্পর্ষে আসে। সঙ্গে সঙ্গে ছিটকে যান বেশ কয়েক জন, পাশাপাশি থাকা প্রায় ৫০ জন একই সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানা গিয়ে বাংলাদেশের একটি সংবাদমাধ্যম সূত্রে। রথটি বাংলাদেশের বগুড়ার সেউজগাড়ি শ্রীশ্রী ইসকন মন্দির থেকে পুলিশ লাইন সংলগ্ন শিবমন্দিরের দিকে যাচ্ছিল। আহতদের মধ্যে ৩৭ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত ৫ জনের মধ্যে চার জনের নাম অলোক সরকার (৪০), আতশি রানী (৪০), নরেশ মোহন্ত (৬৫) ও রঞ্জিতা মহন্ত (৬০)।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2024 8:32 PM IST