শিশুর মৃতদেহ তুলে, মাথা বিচ্ছিন্ন করে তন্ত্রসাধনা! গ্রেফতার ৫কিশোর
Last Updated:
#ঢাকা: তখন গভীর রাত ৷ রাস্তা-ঘাট শুনসান ৷ আর সেই সুযোগে শ্মশানে ঢুকে মাটি খুঁড়ে সদ্য মারা যাওয়া এক নবজাতকের মৃতদেহ বের করে আনা হয় ৷ এরপর সেই শিশুর মাথা ধর থেকে বিচ্ছিন্ন করে সিদুঁর মাখিয়ে চলে তন্ত্রসাধনা ৷ এমনই পৈশাচিক কাজ করার অভিযোগ উঠেছে পাঁচ কিশোরের বিরুদ্ধে ৷
তবে শেষরক্ষা হয়নি ৷ এই ঘটনাটি কয়েকজনের চোখে পড়ে যায় ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ এরপরই ওই পাঁচ কিশোরকে গ্রেফতার করে পুলিশ ৷ গত সোমবার এমনই ঘটনা ঘটেছে ঢাকার পোস্তগোলায় জাতীয় শ্মশানে ৷
শ্যামপুর থানার ওসি মোঃ: মিজানুর রহমান জানিয়েছেন, সোমবার ঢাকার একটি হাসপাতালে ঠাঁটারিবাজার এলাকার একজন ব্যবসায়ীর সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়। রাতে সেই শিশুটিকে পোস্তগোলার শ্মশানে সমাধিস্থ করা হয়। রাত দুটো নাগাদ ১০ থেকে ১৫ বছর বয়সের পাঁচ কিশোর সেই সমাধি খুড়ে শিশুটির মৃতদেহ বের করে আনে। তারা ধারালো ছুরি দিয়ে শিশুটির গলা কেটে লাল রঙ মেখে তান্ত্রিক সাধনা করতে শুরু করে।
advertisement
advertisement
তখন শ্মশানে থাকা আশেপাশের লোকজন দেখতে পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ পাঁচজনকেই আটক করে থানায় নিয়ে আসে।
ওসি মিজানুর রহমান বলছেন, ‘‘জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে, এরকম সাধনা করলে নাকি তারা অলৌকিক শক্তির অধিকারী হতে পারবে। এই চিন্তা থেকে তারা ওই সাধনা করেছে।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2019 9:32 AM IST