ভিড়কে পিষে দিল উন্মত্ত ট্রাক, জার্মানিতে মৃত বহু
Last Updated:
ব্যস্ত রাস্তায় প্রতিদিনের মতোই চলছিল ঘোরাফেরা, কেনাকাটি ৷ হঠাৎই সেই রাস্তাতে ফিরে এল নিসের বাস্তিল ডে-র স্মৃতি ৷
#বার্লিন: ব্যস্ত রাস্তায় প্রতিদিনের মতোই চলছিল ঘোরাফেরা, কেনাকাটি ৷ হঠাৎই সেই রাস্তাতে ফিরে এল নিসের বাস্তিল ডে-র স্মৃতি ৷ ভিড়কে লক্ষ্য করে দ্রুত গতিতে এগিয়ে আসা একটি উন্মত্ত ট্রাকের তলায় নিমেষে পিষে গেলেন বেশ কয়েকজন ৷ সঠিক সংখ্যাটা এখনও জানা যায়নি ৷ তবে পুলিশের এক কর্তার দাবি, অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন প্রায় ৩০ জন ৷ ভয়ঙ্কর এই ধ্বংসলীলা চালানোর পর গাড়ি চালক নিজেও গুলি করে আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে ৷ সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে জানা গিয়েছে। ফলে এই ঘটনার সঙ্গে জঙ্গি-যোগ নেই বলেই মনে করছে পুলিশ।
জার্মানির মুনস্টার শহরের কিয়েপেনকার্লের মূর্তির কাছে ঘটনাটি ঘটেছে শনিবার ৷ সেই সময় অনেকেই ফুটপাতের উপরে একটি ক্যাফেতে বসেছিলেন ৷ একটি পিক-আপ তখনই ধেয়ে আসে তাঁদের দিকে ৷ ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়েছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ মুনস্টারে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2018 8:54 AM IST