বীভৎস! ভেঙে পড়ল বাঁধ, মৃত ৩৪, কাদার তলায় আটকে বহু

Last Updated:
#ব্রুমাডিনহো: লোহার খনি সংলগ্ন এলাকায় বাঁধ ধসে মারাত্মক বিপর্যয় ৷ গত শুক্রবার দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বেরো হরিজ়েন্ট শহরের দুর্ঘটনা ৷ সরকারি হিসেব অনুযায়ী এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে ৷ তবে বেসরকারি হিসেব বলছে প্রায় ১০০-র কাছাকাছি মানুষ এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে ৷ এখনও নিখোঁজ ৩০০ মানুষ। বহু মানুষ কাদামাটির তলায় আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।
ঠিক কী ঘটেছিল?
শুক্রবার দুপুরে ব্রাজিলের মিনাস জিরাইস রাজ্যের ব্র‌ুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। খনিটিতে মোট ৪২৭ জন শ্রমিক দুর্ঘটনার সময়ে কাজ করছিল বলে জানিয়েছেন এক আধিকারিক। বাঁধ ভেঙে পড়ার পরই মাটি ও জলের স্রোত ধেয়ে আসে ব্রুমাডিনহো শহরের দিকে। জোলের তোড়ে ভেঙে পড়েছে একটি ব্রিজ। ধ্বংস হয়ে গিয়েছে আশপাশের এলাকার অধিকাংশ বাড়িঘর।
advertisement
advertisement
ব্রাজিলের ন্যাশনাল ওয়াটার এজেন্সি জানিয়েছে, বাঁধটি ভেঙে পড়ার পর মাটির সঙ্গে খনিজ-বর্জ্যের (টেলিং) স্রোত ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। এই স্রোত আটকাতে না পারলে তা অন্তত ২২০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যাবে বেইক্সো হাইড্রোইলেকট্রিক বাঁধের কাছে। ইতিমধ্যেই এই স্রোত আটকাতে তৎপর হয়েছেন দমকলকর্মীরা। মৃতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে এ দিন ঘোষণা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জৈর বোলসোনারো। দ্রুত তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলেও জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বীভৎস! ভেঙে পড়ল বাঁধ, মৃত ৩৪, কাদার তলায় আটকে বহু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement