সমুদ্র সৈকতে একসঙ্গে নগ্ন হলেন ২৫০৫ জন মহিলা, কিন্তু কেন জেনে নিন
Last Updated:
#আয়ারল্যান্ড: একজন দু’জন নয়, ২৫০৫ জন মহিলা ৷ সবাই তখন শরীরের আবরণ উন্মোচন করে প্রকাশ্য সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ৷ শরীরে সুতো পর্যন্ত নেই ৷ না কোনও ‘ন্যাকেড ফেস্টিভ্যাল’যোগ দেওয়ার জন্য এমন কাণ্ড ঘটাননি তাঁরা ৷ কিংবা প্রতিবাদ মুখর হয়ে সৈকতের বালুরাশির উপর নগ্ন হয়ে সোচ্চার হননি ৷
তাঁদের এই নগ্নতার পিছনে ছিল একটি বড় কারণ ৷ জানা গিয়েছে, ‘অ্যাওবেনস পিঙ্ক টাই’নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার অর্থ সংগ্রহে অভিনব এই উদ্যোগ নিয়েছিল। এতে একদিকে যেমন ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার খরচও উঠেছে ৷ অন্যদিকে প্রথমবারের মতো একসঙ্গে এত জন নারী নগ্ন হওয়ায় গিনেস বুকেও নাম উঠেছে।
advertisement
এর আগে ২০১৫ সালে ফিগ গ্রুপের আয়োজনে অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণ সমুদ্র সৈকতে ৭৮৬ জন মহিলা একসঙ্গে নগ্ন হয়েছিলেন।
advertisement
‘স্ট্রিপ অ্যান্ড ডিপ’ অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে একজন ফেদারস্টোন। তিনি নিজেও একসময় ক্যানসার আক্রান্ত ছিলেন। তিনি জানান, ২০১৩ সাল থেকে প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করলেও প্রথম দিকে নারীরা নগ্ন হতে খুব একটা সাড়া দিতেন না। তবে ধীরে ধীরে ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় অনেক বেশি মহিলা এগিয়ে আসেন।
advertisement
ফেদারস্টোল আরও জানান, চলতি বছরে আয়ারল্যান্ড ছাড়া ২২টি দেশের নারীরা অংশ নিয়েছেন। এবারের আয়োজনের মধ্য দিয়ে এক কোটি ২৬ লাখ ৫৫ হাজার টাকার ব্যবস্থা হয়েছে বলেও জানান তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2018 6:31 PM IST