আহা! হুইস্কি... বোতলের দাম ১ কোটি শুনেই চোখে ধাঁধাঁ নেশাখোরদের

Last Updated:

বিশ্বের সব থেকে পুরনো এই হুইস্কির বোতল নিলামে বিক্রি হল ১ কোটির টাকার কিছু বেশি দামে৷

#ওয়াশিংটন: এক বোতল হুইস্কির দাম এক কোটির বেশি! এই হুইস্কি পান করতে হবে না, শুকলেই কাফি, বলছেন নেশারুরা৷ ২৫০ বছরের পুরনো এই হুইস্কির স্বাদ-গন্ধই তো আলাদা৷ তাই তো নিলামে ওঠা মাত্র এর দাম গড়াল ১ কোটি টাকারও বেশি৷ অরিজিনাল দামের থেকে ৬ গুণ বেশি দামে বিক্রি হল এই অতিউত্তম সুরা৷ অতি পুরনো এই হুইস্কি ১৮৬০ সালের যা জে পি মরগ্যানের অধিনে ছিল৷
বোতলের উপর সেঁটে থাকা স্টিকারে লেখা, এই বরবন (হুইস্কি) ১৮৬৫-র আগের তৈরি৷ মিস্টার জন পিয়ারপয়েন্ট মরগ্যানের এস্টেট থেকে এটি এসেছে এবং তাঁর সেলারেই রাখা ছিল দীর্ঘদিন৷ মিস্টার মরগ্যানের (Mr. John Pierpoint Morgan) মৃত্যুর পর এই অতি পুরনো হুইস্কি উদ্ধার করা হয়েছে৷
প্রথমে ২০ থেকে ৪০ হাজার ডালার দিয়ে এটি কিনে নেয় স্কিনার ইনক নিলাম সংস্থা৷ পরে ৩০জুন ম্যানহ্যাটনের গবেষণা সংস্থা মরগ্যান লাইব্রেরি (Morgan Library) ১৩৭৫০০ ডলার দিয়ে এটি কিনে নেয়৷ ভারতীয় মুদ্রায় যা ১ কোটি টাকারও বেশি৷ এমন নাকি তিনটি বোতল ছিল মরগ্যান সাহেবের কাছে৷ যার মধ্যে এখন এই একটিই রয়ে গিয়েছে৷ তবে এই হুইস্কির স্বাদ কতটা উপভোগ করা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে৷ কারণ ১০ বছর পর্যন্ত বন্ধ হুইস্কির বোতল পানযোগ্য৷ তারপর আর সেটি পান করা যায় না বলেই জানাচ্ছে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা৷ বোতলের মধ্যে থাকা তরল পরীক্ষা করে জানা গিয়েছে যে, এটি ১৭৬৩ বা ১৮০৩ মধ্যে তৈরি৷ যার অর্থ ১৭৭০-র মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় তৈরি এই সুরা এবং এর কোনও না কোনও ভাবে বিপ্লবের সঙ্গে এর যোগ রয়েছে৷ মনে করছে নিলাম সংস্থা৷
advertisement
advertisement
যদিও বোতল বন্দি এই তরল সব থেকে পুরনো নয়৷ বাল্টিক সমুদ্রে ১২ ইঞ্চির একটি বোতল উদ্ধার হয়, যা আরও বেশি পুরনো বলে জানা গিয়েছে৷ এই বোতলের মধ্যে যদিও রয়েছে জল, যা অতি উন্নতমানের বলে মনে করা হয়৷ একে বলে হয় সেল্টারস (Selters)৷ জার্মানির লাক্সারি ওয়াটার ব্র্যান্ড এটি৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
আহা! হুইস্কি... বোতলের দাম ১ কোটি শুনেই চোখে ধাঁধাঁ নেশাখোরদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement