আরও ২৪৪টি পর্নসাইট বন্ধ করে দিল সরকার
Last Updated:
#ঢাকা: আর মাত্র একটাদিন ৷ এর মধ্যেই বন্ধ হতে চলেছে আরও ২৪৪টি পর্নসাইট ৷ এখানেই সেই নয়, আরও কঠোর হওয়ার হুশিয়ারি দিয়েছে সরকার ৷
বুধবার থেকেই বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্টেটাসে ২৪৪টি পর্নসাইট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি লিখেছেন, ‘‘২৪৪টি পর্ন সাইট বন্ধ করেছি। অভিযান চলছে। চলবে।’’
সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, অশ্লীল কনটেন্ট ভরা এ সব ওয়েবসাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অশ্লীল কনটেন্ট জন্য কার্যক্রম চলমান থাকবে।এ ছাড়া ওয়েবসাইট বন্ধের পাশাপাশি আরও কঠোর অবস্থানে যাবে সরকার।
advertisement
advertisement
তথ্যপ্রযুক্তি মোস্তাফা জব্বার জানান, যে সব পর্ন সাইট আছে তা আমরা খুঁজে পাচ্ছি। এ সব সাইট যদি আবার চালু হয় তবে আমরা ফের বন্ধ করে দেব।এটি আমাদের দৈনিক কাজ। এ অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া পর্নযুক্ত কোনও সাইট যে বাংলাদেশে দেখা না যায় সে জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে ২০১৬ সালে পাঁচশরও বেশি পর্নসাইট বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 06, 2019 9:19 PM IST