করোনা-মুক্ত! বিশ্বের যে দেশগুলিতে করোনা ভাইরাস নেই, জেনে নিন...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
রাষ্ট্রসঙ্ঘের তথ্য বলছে, চিনের বাইরে ১৯৩টি দেশে করোনা ভাইরাস ঢুকেছে৷ এই দেশগুলি রাষ্ট্রসঙ্ঘের সদস্য৷
#নয়াদিল্লি: গোটা বিশ্ব করোনায় কাবু৷ কথাটা আসলে ঠিক নয়৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বিশ্বজুড়ে মহামারি ঘোষণা করলেও, বিশ্বের এখনও কয়েকটি দেশ রয়েছে, যেখানে করোনা ঢুকতেই পারেনি৷ একজনেরও করোনা নেই৷ এই রকম দেশ বিশ্বে আপাতত ১৮টি৷ এই ১৮টি দেশে করোনা নেই৷
এই মুহূর্তে বিশ্বের একটা বড় অংশেই কিন্তু করোনা ভাইরাসের নাম-নিশান নেই৷ মূলত, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, চিন-সহ এশিয়া, মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ ও আফ্রিকায় কিছু দেশে করোনা ভাইরাস ধরা পড়েছে৷ রাষ্ট্রসঙ্ঘের তথ্য বলছে, চিনের বাইরে ১৯৩টি দেশে করোনা ভাইরাস ঢুকেছে৷ এই দেশগুলি রাষ্ট্রসঙ্ঘের সদস্য৷

advertisement
advertisement
যে ১৮টি দেশে করোনা নেই, সেগুলি হল, কোমোরস, কিরিবাটি, লেসোথো, মার্শাল আইল্যান্ডস,মাইক্রোনেশিয়া, নাউরু, উত্তর কোরিয়া, পালাউ, সামোয়া, সাও তোম অ্যান্ড প্রিন্সিপ, সলোমন আইল্যান্ডস, দক্ষিণ সুদান, তাজিকিস্তান, টঙ্গা, তুর্কমেনিস্তান, টুভালু, ভানুয়াতু ও ইয়েমেন৷ এই তালিকাটি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি৷
বিশেষ করে উত্তর কোরিয়ার ক্ষেত্রে যা হয়েছে, তা হল, দেশটি এমনিতেই বিশ্বে আলাদা ভাবে থাকে৷ একঘরে থাকে৷ সারা বছর৷ আর সেটাই তাদের ভালো হয়েছে৷ দেশটিতে এখনও করোনাও ঢোকেনি৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2020 7:53 PM IST