নাইটক্লাবে আগুন, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ১৭
Last Updated:
#কারাকাস: ভেনেজুয়েলার রাজধানী কারকাসে গতকাল শনিবার রাতে একটি নাইটক্লাবে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে ৷ নাইটক্লাবে আগুন লাগলেও সেই আগুনে মারা যাননি নিহতরা। আগুনের খবরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তারা মারা যান। মৃতদের সবার বয়স ২৩ বছরের নিচে।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রেভেরল সাংবাদিকদের জানান, কারাকাসের একটি নাইটক্লাবে গ্র্যাজুয়েশন পার্টি চলছিল ৷ তখনই আগুন ধরে যায় ৷ প্রাণ ভয়ে বাঁচতে গিয়ে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে ৷ আহত শতাধিক ৷
আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ নাইটক্লাবে সেই সময় ৫০০ জন পার্টি করছিলেন ৷ এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে ৷ সরকার নাইটক্লাবটি বন্ধ করে দিয়েছে এবং এবং এর মালিককে গ্রেফতারও করেছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 17, 2018 2:47 PM IST

