ঘড়ি জানিয়ে দিল ক্যান্সারে আক্রান্ত ১২ বছরের মেয়ে! স্মার্টওয়াচ বাঁচাল কিশোরীর জীবন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Apple Smartwatch: ঘড়ি জানিয়ে দিল, মেয়ের ক্যান্সার হয়েছে। ঘড়ি বাঁচিয়ে দিল জীবন।
#নিউ ইয়র্ক: শরীরের ক্যান্সারের জীবাণু রয়েছে। ১২ বছরের মেয়ের মারণ রোগের কথা জানিয়ে দিল ঘড়ি!
বিশ্বের আইটি জায়ান্ট অ্যাপল প্রযুক্তির ক্ষেত্রে সর্বদা নতুন আপডেট দিয়ে চলেছে। অ্যাপল ওয়াচ ফিচারের ক্ষেত্রেও আপডেট দিচ্ছে। অ্যাপল ওয়াচ শুধুমাত্র প্রযুক্তি নয়। এটি এখন বহু মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য হয়ে উঠছে।
অ্যাপল ওয়াচ অসংখ্যবার বহু ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে। এবার এই ঘড়ি ১২ বছরের একটি মেয়ের জীবন বাঁচিয়েছে। ঘড়িটি মেয়েটিকে অস্বাভাবিক হৃদস্পন্দনের বিষয়ে সতর্ক করেছিল।
advertisement
advertisement
আরও পড়ুন- ছ’সপ্তাহ আগে শপথ! হঠাৎ পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস
চিকিৎসকরা পরীক্ষা করার পর মেয়েটির ক্যান্সার ধরা পড়ে। অ্যাপল ওয়াচ হার্ট রেট নোটিফিকেশন বৈশিষ্ট্য ওয়াচ SE, ওয়াচ 7, সদ্য লঞ্চ করা ওয়াচ 8, ওয়াচ আল্ট্রা-তেও রয়েছে। অ্যাপল ওয়াচ ক্রমাগত ১২ বছর বয়সী ইমানি মাইলসের অস্বাভাবিক হৃদস্পন্দন সনাক্ত করছিল।
advertisement
তার মা জেসিকা কিচেনও এই নিয়ে চিন্তিত ছিলেন। কারণ এর আগে কখনও তাঁর মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেনি। জেসিকা কিচেন অ্যাপল ওয়াচ সতর্ক করার পরই মেয়েকে নিয়ে হাসপাতালে যান।
এর পর ইমানির অ্যাপেনডিসাইটিসের অপারেশন করা হলেও অবস্থা নিয়ন্ত্রণে আসেনি। ডাক্তাররা তাঁর মাকে জানান, ইমানির অ্যাপেন্ডিক্সে নিউরোএন্ডোক্রাইন টিউমার রয়েছে। এটি শিশুদের মধ্যে খুব কমই দেখা যায়।
advertisement
আরও পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা দেখতে পান ইমানির শরীরের অন্যান্য অংশেও টিউমার ছড়িয়ে পড়েছে। ক্যান্সার অপসারণের জন্য তাঁর শরীরে অস্ত্রোপচার করতে হয়েছিল। মেয়েটির মা জানান, অস্ত্রোপচারের পর সব ঠিক আছে।
কিচেন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ঘড়িটি সতর্ক না করলে আরও কয়েকদিন এমনই থাকত। অবস্থা গুরুতর হলেই মেয়েকে নিয়ে যাওয়া হত হাসপাতালে। তাতে বড় বিপদ হতে পারত।
advertisement
আরও পড়ুন- সন্তান জন্মের মাত্র ১৫ মিনিট আগে যুবতী জানতে পারেন তিনি গর্ভবতী! অবাক ঘটনা
অ্যাপল ওয়াচ ব্রিটেনে ৫৭ বছর বয়সী একজন ব্যক্তির জীবন বাঁচিয়েছে। ডেভিড তাঁর স্ত্রীর উপহার দেওয়া অ্যাপল ওয়াচ থেকে একাধিক সতর্কতা পাওয়ার পর হাসপাতালে যান। তিনি বলেন, আরও পরীক্ষা-নিরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার পর তাঁ হার্টের সমস্যা পাওয়া যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2022 11:36 PM IST