বিমানের সিটের তলায় মিলল ১১ কেজি সোনা !
Last Updated:
গত কয়েকদিনে পর পর বেশ কয়েকটি সোনার চালান বাজেয়াপ্ত পর আজ সোমবার বিমানবন্দরটি থেকে উদ্ধার করা হল আরও ১১ কেজি সোনা।
#ঢাকা: যেন স্মাগলারদের ডেরাতে পরিণত হয়েছে ঢাকা এয়ারপোর্ট ৷ গত বেশ কয়েকদিন ধরেই চোরাচালানের জিনিস বাজেয়াপ্ত হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ আজ সোমবারও একটি বিমানের সিটের তলা থেকে মিলল ১১ কেজি সোনা ! গত এক মাসে এই নিয়ে প্রায় ৪০ কেজি সোনা উদ্ধার হল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ৷
সোমবার দোহা থেকে আসা একটি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের সিটের তলা থেকে ১১ কেজি সোনা উদ্ধার করেছে এয়ারপোর্টের কাস্টমস বিভাগ ৷ সিটের তলায় কেউ বা কারা অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রেখেছিল ১০০ টি সোনার বার ৷
কাতারের রাজধানী দোহা থেকে কাতার এয়ারওয়েজের ওই বিমানটি ঢাকায় নামে বেলা ১১টায় ৷ বিমানে চোরাচালানের সোনা রয়েছে, সেই খবর আগের থেকেই ছিল কাস্টমস বিভাগের কাছে ৷ সেইমতো তল্লাশি চালিয়ে সোনা উদ্ধার করে পুলিশ ৷ ১১ কেজি ওজোনের ওই ১০০ টি সোনার বারের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা ৷
advertisement
Location :
First Published :
December 26, 2016 5:13 PM IST