Bangladesh elections 2018: বিএনপি-আওয়ামি লিগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভোটগ্রহণ চলাকালীন মৃত ১
Last Updated:
#ঢাকা: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ ৷ রবিবার সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷ চলবে বিকেল ৪টে পর্যন্ত ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দেশ ৷ তবু, এড়ানো গেল না অশান্তি ৷ ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার দু’ঘণ্টার মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কুমিল্লা এবং চট্টগ্রাম ৷
বাংলাদের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় সকাল ৬.৩০ টা ভোট শুরু হতেই নাগাদ চট্টগ্রামের কাউখালি ভোটকেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয় ৷ আওয়ামি লিগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে ৷ কুমিল্লা এবং চট্টগ্রাম ৷ এই দু’জায়গাতেই দফায় দফায় সংঘর্ষ বাঁধে দু’দলের সমর্থকদের মধ্যে ৷ সংঘর্ষের জেরে মৃত্যু হয় ১ জনের ৷ মৃতের নাম মহম্মদ বাসির উদ্দিন ৷ তিনি যুব লিগের সাধারণ সম্পাদক ছিলেন ৷ এছাড়া গুরুতর আহত হয়েছেন ১০জন ৷ তাদের কাউখালি উপজিলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: Bangladesh elections 2018: চতুর্থবারের জন্য কি ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন শেখ হাসিনা ?
advertisement
ভোট শুরুর অনেক আগে থেকেই বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা ৷ জাতীয় সংসদ নির্বাচনের আগে গুজব এবং অপপ্রচার রুখতে সারাদেশে ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করে দেওয়া হয় ৷ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন (বিটিআরসি) দেশজুড়ে থ্রি-জি ও ফোর-জি’র গতি কমিয়ে দিয়েছে । আজ রাত ১২টার পর ফের স্বাভাবিক হবে পরিষেবা ৷ শুধু ইন্টারনেট পরিষেবাই না ৷ বাংলাদেশে সাধারণ যানবাহন এবং নৌকা চলাচলের উপরও জারি নিষেধাজ্ঞা ৷ তবে, এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে ৷ যার মধ্যে রয়েছে নির্বাচনী পর্যবেক্ষক, কূটনীতিক, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস-সহ বেশ কিছু পরিষেবা ৷
advertisement
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতেই এবার বিরোধী জোটের মাথায় বসেছেন কামাল হোসেন। বিএনপি দলনেত্রী খালেদা জিয়া তথা প্রাক্তন প্রধানমন্ত্রী আর্থিক দুর্নীতির মামলায় আপাতত জেলবন্দি ৷ ফলে আপাতত নির্বাচনে লড়তে পারছেন না তিনি ৷ সেজন্য কিছুটা হলেও এবার দমেছিল বিএনপি ৷ তবে, ভোটগ্রহণ পর্ব শুরু হতেই বেশ আক্রমণাত্মক মেজাজে বিএনপি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2018 11:09 AM IST