দুর্ঘটনাগ্রস্থ ইন্দোনেশিয়ার বিমানটি চালাচ্ছিলেন দিল্লির ভাব্য সুনেজা

Last Updated:
#নয়াদিল্লি: বিমান ওড়ার কয়েক মিনিটের মধ্যেই সমুদ্রে ভেঙে পড়ে ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান ৷ সমুদ্রে ভেঙে পড়া লায়ন এয়ার ফ্লাইটটি চালাচ্ছিলেন এক ভারতীয় ৷ এয়ারলাইন সূত্রে খবর, বিমান চালকের নাম ভাব্য সুনেজা ৷
সংবাদসংস্থা সূত্রে খবর, দিল্লির বাসিন্দা সুনেজা ময়ূর বিহারের বাসিন্দা ৷ ওই এলাকারই অ্যালকোন পাবলিক স্কুলে পড়াশুনা করেছেন তিনি ৷ ২০১১ সাল থেকে পাইলট হিসেবে লায়ন এয়ারলায়েন্সে যোগ দেন তিনি ৷ এছাড়াও ২০০৯ সালে বেল এয়ার ইন্টারন্যাশনাল থেকে তিনি পাইলটের লাইসেন্স পেয়েছিলেন ৷
এয়ারলাইনের তরফ জানানো হয়েছে, সুনেজার ৬ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে ৷ পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বিমানটির সহ-পাইলটেরও ৫ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে ৷ এমনকী, বিমান চালক এবং সহ-চালক, দু’জনের কেউই এর আগে এই রকম ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়নি ৷ এমনকী, লায়ন এয়ারলাইনে কাজে বেশ খুশিই ছিলেন সুনেজা ৷ তবে, তাঁর ইচ্ছে একটাই ছিল, দিল্লিতে যেন পোস্টিং হয় তাঁর ৷ কিন্তু সেই পোস্টিং হওয়ার আগেই সব শেষ ৷
advertisement
advertisement
আজ সকালে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ ওড়ার কয়েক মিনিটের মধ্যে সমুদ্রে ভেঙে পড়ে ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান ৷ । সোমবার স্থানীয় সময় সকাল ছটা কুড়ি মিনিটে জাকার্তা বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে উড়েছিল লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটি। যাত্রী ও ক্রু মিলিয়ে বিমানে ছিলেন ১৮৮ জন। গন্তব্য ছিল সুমাত্রা দ্বীপের পাঙ্গকাল পিনাং। জাকার্তা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, ওড়ার তেরো মিনিটের মধ্যে সেটি রেডার থেকে হারিয়ে যায়।
বাংলা খবর/ খবর/দেশ/
দুর্ঘটনাগ্রস্থ ইন্দোনেশিয়ার বিমানটি চালাচ্ছিলেন দিল্লির ভাব্য সুনেজা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement