দুর্ঘটনাগ্রস্থ ইন্দোনেশিয়ার বিমানটি চালাচ্ছিলেন দিল্লির ভাব্য সুনেজা

Last Updated:
#নয়াদিল্লি: বিমান ওড়ার কয়েক মিনিটের মধ্যেই সমুদ্রে ভেঙে পড়ে ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান ৷ সমুদ্রে ভেঙে পড়া লায়ন এয়ার ফ্লাইটটি চালাচ্ছিলেন এক ভারতীয় ৷ এয়ারলাইন সূত্রে খবর, বিমান চালকের নাম ভাব্য সুনেজা ৷
সংবাদসংস্থা সূত্রে খবর, দিল্লির বাসিন্দা সুনেজা ময়ূর বিহারের বাসিন্দা ৷ ওই এলাকারই অ্যালকোন পাবলিক স্কুলে পড়াশুনা করেছেন তিনি ৷ ২০১১ সাল থেকে পাইলট হিসেবে লায়ন এয়ারলায়েন্সে যোগ দেন তিনি ৷ এছাড়াও ২০০৯ সালে বেল এয়ার ইন্টারন্যাশনাল থেকে তিনি পাইলটের লাইসেন্স পেয়েছিলেন ৷
এয়ারলাইনের তরফ জানানো হয়েছে, সুনেজার ৬ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে ৷ পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বিমানটির সহ-পাইলটেরও ৫ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে ৷ এমনকী, বিমান চালক এবং সহ-চালক, দু’জনের কেউই এর আগে এই রকম ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়নি ৷ এমনকী, লায়ন এয়ারলাইনে কাজে বেশ খুশিই ছিলেন সুনেজা ৷ তবে, তাঁর ইচ্ছে একটাই ছিল, দিল্লিতে যেন পোস্টিং হয় তাঁর ৷ কিন্তু সেই পোস্টিং হওয়ার আগেই সব শেষ ৷
advertisement
advertisement
আজ সকালে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ ওড়ার কয়েক মিনিটের মধ্যে সমুদ্রে ভেঙে পড়ে ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান ৷ । সোমবার স্থানীয় সময় সকাল ছটা কুড়ি মিনিটে জাকার্তা বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে উড়েছিল লায়ন এয়ারের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটি। যাত্রী ও ক্রু মিলিয়ে বিমানে ছিলেন ১৮৮ জন। গন্তব্য ছিল সুমাত্রা দ্বীপের পাঙ্গকাল পিনাং। জাকার্তা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে, ওড়ার তেরো মিনিটের মধ্যে সেটি রেডার থেকে হারিয়ে যায়।
বাংলা খবর/ খবর/দেশ/
দুর্ঘটনাগ্রস্থ ইন্দোনেশিয়ার বিমানটি চালাচ্ছিলেন দিল্লির ভাব্য সুনেজা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement